কলকাতা শহরের পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও পুজো মণ্ডপে ভিড় শুরু হয়ে গিয়েছে। আলোয় আলোয় সেজে উঠেছে চারপাশ। এরই মধ্যে মুর্শিদাবাদ জেলা পুলিশ আলোকসজ্জা নিয়ে নতুন নির্দেশ দিয়েছে। তাঁরা স্পষ্ট জানিয়েছে, দুর্গাপুজোয় জেলায় কোনওরকম চাইনিজ ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে না। জেলার পুজো উদ্যোক্তা, আলোকসজ্জার কর্মী, ডেকোরেটরদের সঙ্গে বৈঠক করে তাঁরা এই নির্দেশ দিয়েছেন।
মূলত গত বছর বেলডাঙাতে কার্তিক পুজোর সময় এই ডিসপ্লে বোর্ড নিয়ে খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছে মানুষের। সাধারণত মোবাইলের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিসপ্লে বোর্ডে কি লেখা দেখা যাবে তা নিয়ন্ত্রণ করা যায়। কার্তিক পুজোয় কোনও অসাধু ব্যক্তি এই বোর্ডে কুরুচিকর মন্তব্য লেখেন। আবার সেই বোর্ডের ভিডিও করে কেউ সমাজমাধ্যমে ছেড়ে দেন। এর ফলে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল এলাকায়। এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে এ বছর জেলা পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাইনিজ এলইডি ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে না। পুজো উদ্যোক্তাদের এই বিষয় সতর্ক করা হয়েছে। কেউ এই নির্দেশের অমান্য করলে পুলিশ কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



