• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুস্তক সমালোচনা

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে ‘কোরক’ সম্পাদক একটি মূল্যবাণ ও সংগ্রহযোগ্য সংখ্যা উপহার দিয়েছেন পাঠকদের।

প্রচ্ছদ চিত্র

অন্বেষা বসুরায়

কোরক

Advertisement

কোরক সাহিত্য পত্রিকাটি লিটল ম্যাগাজিন জগতে অত্যন্ত সুপরিচিত। সাধারণত এক-একটি সংখ্যা প্রকাশিত হয়েছে বিশেষ সংখ্যা হিসেবে। সম্প্রতি প্রকাশিত প্রাক্‌-শারদ সংখ্যাটির বিষয় ‘জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য’। সম্পাদক তাপস ভৌমিক সম্পাদকের নিবেদেন বলেছেন, ‘তিনি কমিউনিস্ট। নীতি-আদর্শ থেকে কখনও চ্যুত হননি। তাঁর কবিপ্রতিভা অসামান্য। সোজাসাপটা কথা যেমন সাবলীল ভঙ্গিতে ব্যক্ত করেছেন, তেমনি কবিতায় রয়েছে ছোটগল্পের ছায়াপাত, যা তাঁর বৈশিষ্ট্য।’ রবীন্দ্রনাথ ছিলেন সুকান্ত ভট্টাচার্যের অন্যতম প্রেরণা, আশ্রয়ও বলা যায়। আর তাই তিনি তাঁর কবিতায় যেভাবে রবীন্দ্রপঙ্‌ক্তি ব্যবহার করেছেন তাতে তাঁর রবীন্দ্র-অধ্যয়নের গভীরতা বোঝা যায়। সম্পাদকের মতে, কবি সুকান্ত ভট্টাচার্যের রবীন্দ্রানুরাগ নিয়ে বিস্তৃত কাজ হতে পারে।

Advertisement

৩৬৪ পৃষ্ঠার আলোচ্য সংখ্যাটিতে চারটি পর্ব রয়েছে। প্রথম পর্বে আলোচিত হয়েছে সুকান্তর ‘কাব্যবৈশিষ্ট্য, সম্পর্ক ও চর্চা’। এই পর্বের প্রবন্ধগুলি লিখেছেন পল্লব সেনগুপ্ত, বিশ্বজিৎ ঘোষ, শক্তিসাধন মুখোপাধ্যায়, আফরোজা খাতুন, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, সুদক্ষিণা ঘোষ প্রমুখ। বাংলাদেশে সুকান্তচর্চা বিষয়ে লিখেছেন মুহম্মদ সাইফুল ইসলাম। শক্তিসাধন মুখোপাধ্যায় লিখেছেন, ‘সুকান্ত ভট্টাচার্যের রাজনৈতিক অবস্থান, তাঁর সাংস্কৃতিক ভূমিকা ও কাব্যিক প্রকৃতি বুঝতে হলে বিশ শতকের এই দ্বিতীয় রেনেসাঁস বা জাগরণের ধারাটি সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রয়োজন। নইলে বোঝা যাবে না তাঁর সাংস্কৃতিক সত্তার যথার্থ রস-রহস্য। আমরা তাঁকে চিহ্নিত করতে চাই দ্বিতীয় রেনেসাঁসের কবি হিসাবে।’

দ্বিতীয় পর্বে রয়েছে সুকান্তর ‘কাব্যরচনার ধারা, গল্প, চিঠিপত্র, অনুবাদ ও স্মৃতি’। এই পর্বে সুমিতা চক্রবর্তী লিখেছেন সুকান্ত ভট্টাচার্যের কবিতার শিল্পরূপ নিয়ে। তিনি জানিয়েছেন, ‘কবিতা হল ভাষা-শিল্প। কাজেই শিল্পরূপের আলোচনায় কবির ভাষাবৈশিষ্ট্য এবং ভাষা সম্পর্কিত চেতনা বুঝে নিতে হবে।’ সুমিতা চক্রবর্তী লিখেছেন, ‘সাম্যবাদী মতাদর্শে বিশ্বাসী তরুণেরা ১৯৪১ থেকে ১৯৪২-এর মধ্যে একযোগে সচেতন হয়ে উঠলেন সমাজতন্ত্রবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের রাশিয়া আক্রমণ, ফ্যাসিবাদী জাপানের পূর্ব-ভারতে বোমাবর্ষণ; সেইসঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রাম, সাম্প্রদায়িক পরিস্থিতি ইত্যাদি প্রবল জটিলতার আবর্ত সম্পর্কে। এই জটিলতা একই সঙ্গে ছিল স্বাদেশিক ও আন্তর্জাতিক। এই সময় দাঁড়িয়ে রাবীন্দ্রিক ভাব ও ভাষায় কবিতা লিখে যাওয়া আর সম্ভব ছিল না। চল্লিশের কবিরা তা অনুভব করেছিলেন এবং সকলেই সাড়া দিয়েছিলেন এই নতুন কালের ভাব ও ভাষার আহ্বানে।’ আর তাই তিনি গভীর রবীন্দ্র অনুরাগী হয়েও এই নতুন কালের ভাব ও ভাষায় কবিতা রচনা করেছিলেন।

‘সুকান্ত ভট্টাচার্যের কবিতায় বাকপ্রতিমা’ বিষয়ক উল্লেখযোগ্য প্রবন্ধ লিখেছেন। তিনি সুকান্তর বিভিন্ন কবিতা থেকে নানা চিত্রকল্প উল্লেখ করে তা বিশ্লেষণ করেছেন। যেমন, সুকান্তর ঐতিহাসিক কবিতার কয়েকটি পঙ্‌ক্তি তুলে ধরেছেন— ‘আর মনে কোরো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র,/ নদীর ধারায় আছে গতির নির্দেশ, / অরণ্যের মর্মরধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, / আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন।’ অসামান্য বাকপ্রতিমা।

তৃতীয় পর্বে আছে ‘নির্বাচিত কবিতার অন্তর্গত বিশ্লেষণ’। এই বিষয়ে লিখেছেন পিনাকেশ সরকার, সুজিত সরকার, যশোধরা রায়চৌধুরী প্রমুখ বিশিষ্ট কবি-লেখকেরা। চতুর্থ পর্বে রয়েছে ‘কবি সুকান্ত ভট্টাচার্য: এই সময়ের কবিদের মূল্যায়ন’। এই বিষয়ে লিখেছেন সুব্রত রুদ্র, অরণি বসু, মৃদুল দাশগুপ্ত, অংশুমান কর প্রমুখ এই সময়ের বিশিষ্ট কবিরা।

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে ‘কোরক’ সম্পাদক একটি মূল্যবাণ ও সংগ্রহযোগ্য সংখ্যা উপহার দিয়েছেন পাঠকদের।

কোরক সাহিত্য পত্রিকা
সম্পাদক : তাপস ভৌমিক
মূল্য : ২৫০ টাকা

সংস্কৃতি বার্তা

১১ বছর ধরে প্রকাশিত হচ্ছে স্বপন চক্রবর্তী সম্পাদিত ‘সংস্কৃতি বার্তা’ পত্রিকাটি। গত উৎসব সংখ্যাটি প্রকাশের প্রাক্কালে প্রয়াত হয়েছেন শিশু সাহিত্যিক ভবানীপ্রসাদ মজুমদার। তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এখানে। কবিতা ও প্রবন্ধের পাশাপাশি রয়েছে ছোটদের জন্য ছড়া ও কবিতা। কবিতা লিখেছেন পবিত্র সরকার, শৈলেন কুমার দত্ত, তপন বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা বসু, শ্যামলকান্তি দাশ, কমল দে সিকদার, অরুণকুমার চক্রবর্তী, রূপক চট্টরাজ, অভীক বসু, রতনতনু ঘাটী, মৃদুল দাশগুপ্ত, নলিনী বেরা, ভবানীপ্রসাদ মজুমদার, সুবোধ সরকার, সৈয়দ হাসমত জালাল, বীথি চট্টোপাধ্যায়, হাননান আহসান, প্রদীপ আচার্য প্রমুখ।

দুর্গাপূজা বিষয়ক দুটি প্রবন্ধ লিখেছেন পি. শাশ্বতী ও দীপা দাস। শিশসাহিত্যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিষয়ে একটি গদ্য লিখেছেন মহুয়া ভট্টাচার্য গোস্বামী। ছোটদের পাতায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ছড়া ও কবিতা লিখেছে, ছবিও এঁকেছে। ভালো লাগে ছোটদের পাতাটি। জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানানো হয়েছে কবি নীরন্দ্রনাথ চক্রবর্তী ও সলিল চৌধুরীকে। লিখেছেন যথাক্রমে সম্রাট দত্ত ও অংশুমান চক্রবর্তী।

কবি জীবনানন্দ দাশকে নিয়ে প্রবন্ধ লিখেছেন স্মৃতিকণা মুখোপাধ্যায়। লোকসংস্কৃতি বিষয়ে প্রবন্ধ লিখেছেন স্বপন মুখোপাধ্যায়, বিভু মুখোপাধ্যায় ও টুম্পা দে দাস। রবীন্দ্রনাথ ও লোকসাহিত্য নিয়ে লিখেছেন স্বপন চক্রবর্তী। সুকুমার রায়ের ‘সবজান্তা দাদা’র নাট্যরূপ লিখেছেন সনির্মল চক্রবর্তী। এছাড়াও রয়েছে ধর্ম ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ। বড়দের পাশাপাশি ছোট-ছোট পাঠকদের কথাও সম্পাদক ভেবেছেন, এজন্য তিনি ধন্যবাদার্হ।

সংস্কৃতি বার্তা
সম্পাদক : স্বপন চক্রবর্তী
মূল্য : ৩০০ টাকা

Advertisement