একের পর এক নজির গড়েই চলেছেন তরুণ ভারতীয় ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। বুধবার ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের যুব দল। দ্বিতীয় একদিনের সেই ম্যাচে ফের একবার বৈভবের দুরন্ত ইনিংসের সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ৬ ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা অধিনায়ক উন্মুক্ত চন্দের রেকর্ড। এর আগে যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল তাঁর দখলে। এদিন, সেই নজির ভেঙে দিলেন ১৪ বছর বয়সী তরুণ এই ব্যাটসম্যান। উন্মুক্ত চন্দ ২১ ইনিংসে ৩৮ ছক্কা মেরেছিলেন। বুধবার মাত্র ১০ ইনিংস খেলে সেই রেকর্ড ছাপিয়ে গেলেন বৈভব। বর্তমানে ৪১ ছক্কার মালিক সে। এক্ষেত্রে, তৃতীয় স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ২৭ ম্যাচে ৩০ ছক্কা মেরেছিলেন তিনি।
তবে, বুধবার শুধু ছক্কা মারার ক্ষেত্রেই রেকর্ড গড়েননি বিহারের এই বাঁহাতি ব্যাটসম্যান। যুব দলের হয়ে একদিনের ম্যাচে ৫৪০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। যার অধিকাংশই বাউন্ডারি থেকে করেছেন তিনি। এই ম্যাচে ব্যাট হাতে ৬৮ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বৈভব। ছয় ছক্কার পাশাপাশি পাঁচটি বাউন্ডারিও এসেছে তাঁর ব্যাট থেকে। শেষপর্যন্ত, অস্থায়ী অজি অধিনায়ক যশ দেশমুখের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান বৈভব। ভারতের হয়ে এই ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন সোদপুরের অভিজ্ঞান কুন্ডু। ব্যাট হাতে ৭১ রান করেছেন তিনি। এই প্রসঙ্গে বলা যায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও অর্ধশতরানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
Advertisement
বৈভব-অভিজ্ঞানদের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলকে ৩০১ রানের বিশাল টার্গেট দিয়েছিল ভারত। সেই রান তাড়া করতে নেমে ২৪৯ রানেই থেমে গেল তাঁদের ইনিংস। ১০৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পরে যায় অস্ট্রেলিয়া। সেখান থেকে দলের হাল ধরেন দ্রাপার। ৬৫ বলে দুরন্ত শতরান করেন তিনি। তাঁর ১০৭ রানের ইনিংসে কিছুটা হলেও জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে, তিনি আউট হতেই ম্যাচ হাতছাড়া হয় তাঁদের।
Advertisement
শেষ পর্যন্ত, ওই ৫১ রানে জিতেই তিন ম্যাচের একদিনের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতের অনূর্ধ্ব ১৯ দল।
Advertisement



