• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইজরায়েলের হামলায় লেবাননে মৃত্যু ৪ মার্কিন নাগরিকের

ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বিনত জবেইলে হিজবুল্লাহর একজন অপারেটরকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছে।

ছবি: এএনআই

লেবাননে ফের হামলা চালাল ইজরায়েল। দক্ষিণ লেবাননে ইজরায়েলের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন শিশু সহ চারজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে লেবানন সরকার। ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর একজন অপারেটরকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এর জেরে কয়েকজন নিরীহ নাগরিকও প্রাণ হারিয়েছেন।

ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিরীহ ব্যক্তিদের ক্ষতি করার উদ্দেশ্য ছিল না। কারও ক্ষতি হয়ে থাকলে আইডিএফ দুঃখ প্রকাশ করছে। অন্যদিকে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বলেন, ‘হামলায় নিহতদের মধ্যে এক ব্যক্তি ও তাঁর তিন সন্তান রয়েছে। তাঁরা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। শিশুদের মা গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন লেবাননের বিদেশমন্ত্রী ইউসেফ রাজি।

Advertisement

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইজরায়েলি বাহিনী একটি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। একটি মোটর সাইকেল ও একটি গাড়িতে সেগুলি গিয়ে পড়ে হানে। মৃত ব্যক্তি ও তাঁর তিন সন্তান ওই গাড়িতে ছিলেন। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলাকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘দেশবাসীকে ভয় দেখাতে হামলা চালানো হয়েছে।’

Advertisement

ইউনিসেফ জানিয়েছে, ‘দক্ষিণ লেবাননে এক পরিবারের তিন শিশুকে আকাশ থেকে হামলা চালিয়ে হত্যার ঘটনায় আমরা হতবাক। শিশুদের ওপর এই হামলা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।’

Advertisement