অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে। অনেকেই মনে করে ধূমপান করলে পড়াশোনায় মন বসে বা ওজন কমে, আবার কেউ ভাবে বন্ধুবান্ধবের মধ্যে ইমেজ তৈরি হয়। আসলে এসব ভুল ধারণা। ধূমপান শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ফুসফুস ক্যান্সার, হার্ট অ্যাটাক, দৃষ্টিশক্তি কমে যাওয়া থেকে শুরু করে নানা বড় অসুখ ডেকে আনে।
এই প্রবণতা ঠেকাতে মুর্শিদাবাদ জেলা প্রশাসন বড় পদক্ষেপ নিয়েছে। জেলার সব সরকারি স্কুল ও মাদ্রাসার ১০০ মিটারের মধ্যে কোনও তামাকজাত দ্রব্য যেমন সিগারেট, বিড়ি, গুটকা, খৈনি বা পানমশলা বিক্রি করা একেবারে নিষিদ্ধ।
Advertisement
অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, নিয়ম ভাঙা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। দোকানদাররা না মানলে জরিমানা হবে। প্রতিটি স্কুলে একজন শিক্ষককে নোডাল অফিসার করা হয়েছে। তিনি দেখবেন ছাত্রছাত্রী বা শিক্ষক কেউ ধূমপান করলে তাকে সতর্ক করবেন, প্রয়োজনে জরিমানাও করবেন।
Advertisement
ইতিমধ্যেই বহু স্কুলে দেওয়াল লিখন, সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। প্রশাসনের আশা, এই উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে তামাক ব্যবহার অনেকটাই কমবে।
Advertisement



