• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল

শনিবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে

২০২৩ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন মালয়ালম মেগাস্টার মোহনলাল। শনিবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। দক্ষিণী, হিন্দি মিলিয়ে মোট সাড়ে তিনশোর বেশি সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, ‘মোহনলালের সিনেসফর বেশ কয়েক প্রজন্মকে অনুপ্রাণিত করছে। ভারতীয় সিনেমায় অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক তথা প্রযোজককে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।’

জানা গিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর ৭১তম জাতীয় পুরস্কার অনুষ্ঠিত হবে। সেই দিন দক্ষিণী মেগাস্টারকে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হবে বলে খবর। এই ঘোষণার পর অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে মোহনলালের সঙ্গে ছবি শেয়ার করে মোদী লিখেছেন, ‘মোহনলাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী। বিগত কয়েক দশক ধরে নিজের কাজের মাধ্যমে দর্শককে মুগ্ধ করেছেন। মালায়ালাম সিনেমার পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় এবং হিন্দি ছবিতেও অসাধারণ অভিনয় করেছেন। বিভিন্ন মাধ্যমে তাঁর এই অভিনয় প্রতিভা অনুপ্রেরণা জোগায়।’

Advertisement

উল্লেখ্য, এর আগে সেরা অভিনেতা হিসেবে দু’ বার জাতীয় পুরষ্কার পেয়েছেন মোহনলাল। সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শককে নিজের অভিনয়গুণে মুগ্ধ করে চলেছেন। সহকর্মী থেকে অনুরাগীদের কাছে তিনি প্রিয় ‘লালেত্তান’। মালয়ালম সিনে ইন্ডাস্ট্রির সেই মেগাস্টারকেই এবার ভারতীয় সিনে দুনিয়ার সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হচ্ছে।

Advertisement

Advertisement