• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিশ্ব জ্যাভলিনে সেরা ওয়ালকট

নীরজ চোপড়া হতাশ করলেও ভারতের শচীন স্বপ্ন দেখালেন

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্ব অ্যাথলেটিকসে জ্যাভলিনে ভারতবাসী স্বপ্নের জাল বুনেছিলেন নীরজ চোপড়াকে সামনে রেখে। গত প্যারিস অলিম্পিক্স গেমসে নীরজ রুপোর পদক জিতলেও, টোকিও অলিম্পিক্সে সোনার পদক তুলে নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ভারতের গর্ব হিসেবে নীরজ চোপড়াকে নিয়ে স্বপ্ন দেখা যেতেই পারে। তারপরে যখন পাকিস্তানের তারকা জ্যাভলার আরশাদ নাদিম রয়েছেন এই চ্যালেঞ্জে। তাই অনেকেই ভেবেছিলেন, প্যারিসে হার স্বীকার করতে হয়েছিল নাদিমের কাছে ভারতের নীরজকে। তিনি এবার বদলা নিতে চাইবেন। নাদিমকে পিছনে ফেলে আবার চ্যাম্পিয়ন হওয়ার আশা সামনে আসলেও শেষ পর্যন্ত হতাশ হতে হল। নীরজ এই লড়াইয়ে অষ্টম স্থানে নিজের নাম লেখালেন। আর দশম স্থানে পাকিস্তানের আরশাদ নাদিম লড়াই শেষ করলেন। আর এবারে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ত্রিনিদাদ ও টোবাকোর প্রতিযোগী কেশর্ন ওয়ালকট। লন্ডন অলিম্পিকে তিনি মাত্র ১৯ বছর বয়সে সোনা জেতার কৃতিত্ব দেখিয়েছিলেন।

আবার ১২ বছর পর জ্যাভলিনে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ৮৮.১৬ মিটার দূরত্ব করে সোনা জিতলেন। এই টোকিওতেই ভারতের নীরজ চোপড়া সোনা জয়ের মধ্য দিয়ে ভারতকে আন্তর্জাতিক মঞ্চে শীর্ষে পৌঁছে দিয়েছিলেন। আর এবারে হারতে হল এই টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে পৌঁছে রুপোর পদক জিতলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তিনি ছুঁড়লেন ৮৭.৩৮ মিটার। আর তৃতীয় স্থানে এসে ব্রোঞ্জ পদক তুলে নিলেন আমেরিকার কার্টিস থম্পসন। ভারতের অপর প্রতিযোগী শচীন যাদব সবাইকে চমক দিয়ে পদকের কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত .৪০ মিটার কম ছোঁড়ায় যাদব চতুর্থ স্থানে আটকে যান। সেই কারণেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে জ্যাভলিনে ভারত যেমন খালি হাতে ফিরে আসছে, তেমনই আবার পাকিস্তানের নাদিমও পদকের ধারেকাছে পৌঁছতে পারেননি।

Advertisement

ভারতকে হতাশ করলেন নীরজ চোপড়া। ব্যর্থতা আর ব্যর্থতায় নীরজ পদকের লক্ষ্যে পৌঁছতে পারলেন না। প্রথম থ্রোতে তিনি ৮৩.৬৫ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েছেন। দ্বিতীয় প্রচেষ্টায় কিছুটা আশা জাগিয়েছিলেন নীরজ। তিনি ৮৪.০৩ মিটার দূরত্ব করেন। কিন্তু তৃতীয় থ্রো তিনি ফাউল করে ফেলেন। চতুর্থ থ্রোতেও আবার ব্যর্থ। তিনি ৮২.৮৬ মিটার দূরত্ব করে শীর্ষ স্থানে পৌঁছতে স্বপ্ন শেষ করে ফেলেন। নীরজের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিম একেবারে ভালো ফলাফল করতে পারলেন না। দশম স্থানে তিনি পৌঁছে নিজের ব্যর্থতাকে প্রকাশ করে ফেলেন। তারই মধ্যে জার্মানির জুলিয়ান ওয়েবার এবং ইউরোপীয় অ্যাথলিটসদের দাপটে এই প্রতিযোগিতা দারুণভাবে জমে উঠেছে। প্রতিযোগিতার সময় একটা পর্যায়ে ফলো থ্রো’তে নীরজ হাঁটু গেড়ে বসে পড়েন। সেখানে তাঁর ব্যর্থতা প্রকাশ পেয়ে যান। তিনি রেগে গিয়ে চিৎকার করতে থাকেন। টোকিও বিশ্ব চ্যাম্পিয়ন্স অ্যাথলেটিকসে ভারতের শচীন যাদব যেভাবে নিজেকে তুলে ধরলেন, তা অবশ্যই আগামী দিনে ভারতের কাছে আশার আলো।

Advertisement

Advertisement