র্যা ঙ্কিংয়ের তৃতীয় স্থানে থেকে ইতিমধ্যেই ডায়মন্ড লিগের চূড়ান্ত পর্যায়ে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। আগামী ২৭ ও ২৮ আগস্ট জুরিখে বসবে এবারের এই টুর্নামেন্টের আসর। নীরজ ছাড়াও ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট এবং জার্মানির জুলিয়ান ওয়েবার। ২০২২ সালে ডায়মন্ড লিগ খেতাব জিতলেও শেষ দুবছর রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নীরজকে।
এদিকে চলতি বছর মে মাসে দোহায় বহু প্রতীক্ষিত ৯০ মিটার সীমা অতিক্রম করেছেন তিনি। ফলে, ফের একবার খেতাব জেতার লড়াইয়ে এবারের ডায়মন্ড লিগে মাঠে নামবেন তিনি। ডায়মন্ড লিগের পর আগামী ১৩-২১ সেপ্টেম্বর টোকিয়োয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে নামবেন নীরজ। জানা যাচ্ছে, প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন ইয়ান জেলেজনির তত্ত্বাবধানে নতুন কৌশল নিয়ে বিশেষ পরীক্ষা চালাচ্ছেন তিনি। এরফলে এ মরশুমে বেশ কিছু প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। শেষবার নিজের নামাঙ্কিত এনসি ক্লাসিক প্রতিযোগিতায় খেলতে দেখা গিয়েছিল নীরজকে। এখন দেখার বিষয় হলো, ভারতের সোনার ছেলে নতুন কৌশলে ডায়মন্ড লিগে ফের একবার বাজিমাত করতে পারেন কি না।



