• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নীরজের পাশে দাঁড়ালেন যোগেশ্বর

যোগেশ্বর দত্ত তারপরে নীরজকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘তুমি একজন চ্যাম্পিয়ন। মনে রাখবে, তুমি হলে জাতির নেতা।

ফাইল চিত্র

অলিম্পিকে পদক জয়ী নীরজ চোপড়ার পাশে দাঁড়ালেন যোগেশ্বর দত্ত। ভারতের প্রাক্তন কুস্তিগির তথা অলিম্পিক পদক জয়ী যোগেশ্বর স্পষ্ট জানিয়ে দিলেন, যারা নীরজকে ছোট করতে চাইছে তারা আদৌ দেশপ্রেমী নয়। ২৪ ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় অভব্য বক্তব্য রাখার জন্য নিজস্ব প্রতিক্রিয়া জানিয়ে ছিলেন নীরজ। এবার তাঁর পাশে দাঁড়ালেন আর এক অলিম্পিয়ান। ২৪ মে নীরজ চোপড়া ক্লাসিকে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন ভারতের সোনার ছেলে। কিন্তু পাহেলগামে ঘটনা ঘটার পর সংবাদমাধ্যমে নীরজকে নিয়ে ঝড় উঠে যায়। কেন? যেহেতু পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ারকে প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন নীরজ। টোকিওতে সোনা জয় ও প্যারিস অলিম্পিকে রুপো জেতা ভারতের শ্রেষ্ঠ অ্যাথলিটের বক্তব্য ছিল, ‘পরিবার ও তাঁর সততা নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়েছে তা মোটেই গ্রহণযোগ্য নয়।’

২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী যোগেশ্বর দত্ত মনে করছেন, নীরজ হলেন একজন জাতির নেতা। তাঁকে দেশপ্রেম প্রমাণ করার কোনও প্রয়োজন নেই। “নীরজ ভাই, তোমার দেশপ্রেম প্রমাণ করা বা নিজেকে প্রমাণ দেওয়ার কোনও প্রয়োজন নেই। মনে রাখবে একজন খেলোয়াড় ও দেশের সৈনিক বিদেশের মাটিতে তেরঙা পতাকা তোলার সুযোগ পায়। দেশের নাম গৌরবান্বিত করে। তাই বলতে পারি, তুমি শুধু একজন খেলোয়াড় নও, একজন ভারেতর সৈনিকও।”

Advertisement

যোগেশ্বর দত্ত তারপরে নীরজকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘তুমি একজন চ্যাম্পিয়ন। মনে রাখবে, তুমি হলে জাতির নেতা। কে কী বললো সেদিকে খেয়াল রাখার কোনও প্রয়োজন নেই। তুমি এগিয়ে চলো।’ এমনিতেই নীরজ জানিয়ে ছিলেন, গত ৪৮ ঘন্টার মধ্যে যা ঘটেছে তাতে আরশাদের ভারতে আসা অসম্ভব ছিল। এমন কী নীরজ এও বলেছেন, দেশের স্বার্থ সবসময় তাঁর কাছে প্রাধান্য পায়। ভারতীয় সেনাবাহিনিতে কর্মরত একজন সুবেদার তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘যেসব পাকিস্তানি আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে কোনওভাবে ক্ষমা করা যায় না।’ নীরজ এদিন বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, দেশের প্রতিক্রিয়া যেভাবে ব্যক্ত হয়েছে তা একটা দেশের নাগরিক হিসেবে গর্ব করা উচিত। আমরা বুঝিয়ে দিয়েছি, দেশের স্বার্থে আমরা সকলে এক। আশা করি ভবিষ্যতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’

Advertisement

Advertisement