ইতিহাস তৈরি করলেন ভারতীয় স্প্রিন্টার আনন্দকুমার ভেলকুমার। চিনের বেইদাইহেতে অনুষ্ঠিত স্পিড স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি। ২২ বছর বয়সি আনন্দ ১:২৪.৯২৪ মিনিটে সিনিয়র পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্টে প্রথম স্থান অর্জন করলেন তিনি। এর আগে এই খেলায় সেইরকম সাফল্যের মুখ দেখেনি ভারত। তবে, আনন্দকুমারের হাত ধরে এর আগেও চেংদুতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল ভারত। সেইসময় ৪৩.০৭২ সেকেন্ডে ৫০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। শুধু আনন্দকুমারই নন, এদিন ভারতকে জুনিয়র বিভাগে আরও একটি সোনার পদক এনে দিলেন তরুণ স্কেটার কৃষ শর্মা। ১০০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন তিনিও। স্পিড স্কেটিংয়ে ভারতের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।
সামাজিক মাধ্যমে এই দুই ভারতীয় স্প্রিন্টারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। রিজিজু বলেন, ভারতের ক্রীড়াক্ষেত্রে এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি আরও বলেন, এই জয়ের ফলে প্রমাণিত হয়ে গেল আর কোনও ক্রীড়াক্ষেত্রেই ভারত খুব একটা পিছিয়ে নেই। এরপরেই রিজিজু জানান, আনন্দকুমারের এই জয় কেবল আগামী প্রজন্মকেই অনুপ্রাণিত করবে না বরং এটাও স্পষ্ট করে দিয়েছে কেউ যদি বড় স্বপ্ন দেখে এবং তার জন্যে কঠোর পরিশ্রম করেন, তাহলে কোনও লক্ষ্যই খুব একটা কঠিন নয়। রিজিজুর মতে, এই জয় কেবল খেলোয়াড়দের নয়, এটা ১৩০ কোটি ভারতবাসীর জয়। যা দেশবাসীকে নিঃসন্দেহে বিশেষ গর্বিত করবে।
Advertisement
Advertisement
Advertisement



