শচীন তেণ্ডুলকরের পুত্র অর্জুন তেণ্ডুলকর বাগদানের পরেই মাঠে নেমে চমকে দিলেন। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি টুর্নামেন্টে খেলতে নেমে পাঁচ উইকেট তুলে নিলেন অর্জুন। অর্জুন নিজেই তাঁর পারফরম্যান্সে খুশি হয়ে বলেন, সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেমে এমন সাফল্য আমাকে এগিয়ে যাওয়ার সাহস দেবে।
ওই টুর্নামেন্টে গোয়ার হয়ে খেলতে নেমেছিলেন অর্জুন। শক্তিশালী মহারাষ্ট্রের বিরুদ্ধে নিজের প্রথম বলেই ওপেনার অনিরুদ্ধ সাবলেকে আউট করে দেন তিনি। কিছু সময় পরে অন্য ওপেনার মহেশ মাসও অর্জুনের ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তারপর একে একে দিগ্বিজয় পাটিল, মেহুল প্যাটেল এবং নাদিম শাইককে আউট করেন বাঁহাতি পেসার।
Advertisement
কেবল বোলিং নয়, ওই ম্যাচে ব্যাট হাতেও অর্জুন বেশ ভালো পারফর্ম করেন। নয় নম্বরে নেমে ৪৪ বলে ৩৬ রান আসে তাঁর ব্যাট থেকে। প্রথমে ব্যাট করতে নেমে ৩৩৩ রান তোলে গোয়া। অর্জুনের পাঁচতারা পারফরম্যান্সের ধাক্কায় মহারাষ্ট্র মাত্র ১৩৬-এ গুটিয়ে যায়। সবমিলিয়ে নিজের পারফরম্যান্সে বেশ খুশি শচীনপুত্র। বাঁহাতি ফাস্ট বোলার হিসাবে ক্রিকেট কেরিয়ার শুরু করেন অর্জুন। ২০২০ মরশুমে মুম্বইয়ের হয়ে তাঁর ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়।
Advertisement
Advertisement



