লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিদেশ সফরের সময়ে নিরাপত্তা বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলল সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স (সিআরপিএফ)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এই আধাসামরিক বাহিনী রাহুলকে সরাসরি চিঠি দিয়ে জানিয়েছে, তাঁর একাধিক বিদেশ সফরে ‘জেড প্লাস’ নিরাপত্তার নিয়মাবলি মানা হয়নি। চিঠিতে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত ইতালি, ভিয়েতনাম, দুবাই, কাতার, লন্ডন এবং মালয়েশিয়ায় সফরের সময় ‘অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজোঁ’ (এএসএল) প্রোটোকল ও সিআরপিএফ-এর নির্ধারিত ‘ইয়েলো বুক’ নির্দেশিকা বারংবার লঙ্ঘন করেছেন রাহুল।
রাহুলের মতো উচ্চস্তরের নিরাপত্তাপ্রাপ্ত (জেড প্লাস) একজন নেতার কাছ থেকে এমন আচরণ অনভিপ্রেত বলে মন্তব্য করেছে বাহিনী।সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি সফরের আগে নিরাপত্তা সংক্রান্ত তথ্য ও পরিকল্পনা ভাগ করে নেওয়ার কথা থাকলেও, রাহুল গান্ধীর তরফে তা বারবার উপেক্ষিত হয়েছে। বিদেশ ভ্রমণের আগে নির্দিষ্ট তথ্য জমা না দেওয়ায় বাহিনীর পক্ষে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাও সম্ভব হয়নি বলে জানানো হয়েছে চিঠিতে। এই বিষয়ে কেবল রাহুলই নন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও পাঠানো হয়েছে চিঠির প্রতিলিপি। এর মাধ্যমে ভবিষ্যতে দলীয় শীর্ষ নেতৃত্বকে আরও সতর্ক থাকার বার্তা দিতে চেয়েছে সিআরপিএফ।
Advertisement
প্রসঙ্গত, এর আগেও ২০২২ সালের ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন রাহুল গান্ধীর বিরুদ্ধে নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় বাহিনী। সেই সময় জনতার সঙ্গে সরাসরি মেলামেশা ও নিরাপত্তা বেষ্টনী অগ্রাহ্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিরোধী দলনেতার প্রতি এই ধরনের চিঠি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও হতে পারে। কেন্দ্রীয় বাহিনী জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ নিরাপত্তাভিত্তিক। এতে কোনও রাজনৈতিক রং খোঁজা মূল্যহীন।
Advertisement
Advertisement



