• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ঘটকালি অ্যাপের আড়ালে মাদক পাচারচক্র, হায়দরাবাদে গ্রেপ্তার দুই

দুই পাচারকারী এম রমাকান্ত ওরফে কিরণ এবং মুদাবত প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

প্রতীকী চিত্র

তেলেঙ্গানার হায়দরাবাদে মাদক পাচারের এক অভিনব চক্রের হদিশ পেল পুলিশ। ডেটিং অ্যাপকে হাতিয়ার করে দীর্ঘদিন ধরে চলছিল এই চক্রের কাজ। দুই পাচারকারী এম রমাকান্ত ওরফে কিরণ এবং মুদাবত প্রসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রথমে ডেটিং অ্যাপের মাধ্যমে অনলাইনে ‘গ্রাহক’ জোগাড় করত। পরে মাদকের ধরন, পরিমাণ এবং মূল্য নির্ধারণ করে সেই অনুযায়ী সরবরাহের ব্যবস্থা করত। গ্রাহকদের সঙ্গে যোগাযোগে ব্যবহার করত ‘রকেট’ ও ‘পিজন’ নামের কোডওয়ার্ড।

Advertisement

বেঙ্গালুরুতে বসবাসকারী এক নাইজেরীয় নাগরিকের কাছ থেকে এমডিএমএ সংগ্রহ করত এই চক্র। সেই মাদক বিক্রি হত প্রতি গ্রাম ১৫ হাজার টাকার বিনিময়ে। ধৃতদের কাছ থেকে ১০০ গ্রাম এমডিএমএ, ১০টি মোবাইল ফোন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, এই পাচারচক্রের সঙ্গে যুক্ত গ্রাহকদের মধ্যে রয়েছেন চিকিৎসক, তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী এমনকি যৌনকর্মীরাও। প্রসঙ্গত, ধৃত দুই অভিযুক্ত এর আগেও মাদক পাচারের অভিযোগে গত বছর গ্রেপ্তার হয়েছিল। তবে জামিনে ছাড়া পেয়েই ফের চক্রে জড়িয়ে পড়ে তাঁরা। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। তল্লাশি চলছে অন্যান্য সন্দেহভাজনদের খোঁজেও।

Advertisement