• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দু’ম্যাচ পরই ছাঁটাই কোচ টেন হ্যাগ

সোমবার ছাঁটাই হলেন আর এক প্রাক্তন ম্যান ইউ কোচ টেন হ্যাগ। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, পারফরম্যান্স শেষ কথা বলবে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচদের বদলের খেলা চলছে। চলতি বছরের মে মাসেই জাবি অ্যালন্সো বেয়ারকে লেভারকুসেনের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। তারপরেই সেই জায়গা ভরাট করেন এরিক টেন হ্যাগ। প্রথমে দল গঠন করার ক্ষেত্রে কোচ অ্যালন্সো বেয়ারকেই লেভারকুসেনের বড় দায়িত্ব দেওয়া হয়। তাঁর পরামর্শেই দল গঠন করা হয়েছিল। তারপরেই তিনি আর বেশিদিন টিকে থাকতে পারেননি দলে।

এবার এরিক টেন হ্যাগ কোচের দায়িত্ব নেওয়ার পরে তাঁর পছন্দ মতো দল গঠন করা হয়েছিল। তারই দায়িত্বে থাকাকালীন বুন্দেশলিগায় দু’টি ম্যাচ খেলে প্রথম ম্যাচে হেরে যায় লেভারকুসেন দল। দ্বিতীয় ম্যাচে টিম এগিয়ে থাকার পরে শেষ পর্যন্ত ওয়েডার ব্রেমেনের সঙ্গে ৩-৩ গোলে খেলাটি ড্র করে। তাই আর কোনও রকম ঝুঁকি না নিয়ে লেভারকুসেনের ক্লাব কর্তৃপক্ষ লিগের মাত্র দু’টি ম্যাচ কোচ হিসাবে দায়িত্বে থাকার পরই টেন হ্যাগকে ছাঁটাই করে দিলেন তাঁরা। সব থেকে অবাক করার মতো ঘটনা, গত এক সপ্তাহের মধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তিন কোচ ছাঁটাই হলেন।

Advertisement

গত বৃহস্পতিবার বেসিকতাস ছাঁটাই করেছিল প্রাক্তন ম্যান ইউ কোচ ওলে গানার সোলসায়ারকে। শুক্রবার ফেনেরবাখ ছাঁটাই করে ম্যান ইউয়ের প্রাক্তন কোচ জোস মোরিনহোকে। আর সোমবার ছাঁটাই হলেন আর এক প্রাক্তন ম্যান ইউ কোচ টেন হ্যাগ। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, পারফরম্যান্স শেষ কথা বলবে। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

Advertisement

এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হিসাবেও বিরাট কিছু দাগ কাটতে পারেননি টেন হ্যাগ। তাঁর হাত ধরে রেড ডেভিলরা একটি কারাবাও কাপ ও একটি এফএ কাপ জিতলেও প্রায় ৩ বছরে লিগে সাফল্যের ঝুলি ছিল শূন্য। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পরও সেই দুঃস্বপ্ন টেন হ্যাগকে ভাবাচ্ছে।

Advertisement