পুজোর মরশুমের আগে বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীদের জন্য এল স্বস্তির খবর। ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৫১ টাকা ৫০ পয়সা কমেছে। এর ফলে রাজধানী দিল্লিতে প্রতি সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১,৫৮০ টাকা। একই সঙ্গে দেশের অন্যান্য মেট্রো শহরেও কমেছে এই সিলিন্ডারের দাম। মুম্বইয়ে দাম হয়েছে ১৫৩১ টাকা, কলকাতায় ১৬৮৩ টাকা এবং চেন্নাইয়ে ১৭৩৭ টাকা ৫০ পয়সা।
গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক এলপিজি-র দাম ধারাবাহিকভাবে কমছে। জুন মাসে দাম কমেছিল ২৪ টাকা, জুলাইয়ে ৫৮ টাকা ৫০ পয়সা এবং আগস্টে ৩৩ টাকা ৫০ পয়সা। সেপ্টেম্বরে নতুন করে ৫১ টাকা ৫০ পয়সা কমার ফলে জুন থেকে মোট ১৬৭ টাকা ৫০ পয়সা কমল এই সিলিন্ডারের দাম।
Advertisement
তবে, ডোমেস্টিক এলপিজি-র ক্ষেত্রে এই বছর এপ্রিল মাসের পর থেকে আর কোনও পরিবর্তন হয়নি। ওই মাসেই প্রতি সিলিন্ডারে ৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা হয়েছে। দেশের প্রায় ৯০ শতাংশ এলপিজি গ্রাহক ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করেন।
Advertisement
মাত্র ১০ শতাংশ দোকাল/বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবহার করে বাণিজ্যিক এলপিজি। বাণিজ্যিক এলপিজি-র এই মূল্যহ্রাসের ফলে রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারিং এবং অন্যান্য পরিষেবা শিল্পের ক্ষেত্রে কিছুটা স্বস্তি এসেছে। উৎসবের মরশুমে এই দাম হ্রাস ব্যবসায়িক খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।
Advertisement



