• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হামাস প্রধান মহম্মদ সিনওয়ারের মৃত্যু নিশ্চিত করল সংগঠন

সিনওয়ারের মৃত্যুর আনুষ্ঠানিক স্বীকৃতি হামাসের নেতৃত্ব কাঠামো ও ভবিষ্যৎ কৌশলে বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

তিন মাস আগে ইজরায়েলের সেনা অভিযানে নিহত হয়েছিলেন সশস্ত্র প্যালেস্টাইনি সংগঠন হামাসের প্রধান মহম্মদ সিনওয়ার। সেই সময় ইজরায়েল সরকার এই দাবি করলেও হামাস তা স্বীকার করেনি। তবে অবশেষে সংগঠনের তরফে আনুষ্ঠানিকভাবে সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। হামাসের তরফে প্রকাশিত এক বিবৃতিতে সিনওয়ারকে ‘শহিদ’ বলে অভিহিত করা হয়েছে। সঙ্গে প্রকাশ্যে আনা হয়েছে সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর একাধিক ছবি। যদিও কবে এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইজরায়েলের দাবি, গত মে মাসে দক্ষিণ গাজার একটি হাসপাতালে গোপন আস্তানায় লুকিয়ে ছিলেন মহম্মদ সিনওয়ার। সেই সময় ওই হাসপাতালেই বিমান হানা চালানো হয় ইজরায়েলি বাহিনীর তরফে। তারা জানায়, ওই হামলাতেই মৃত্যু হয় হামাস প্রধানের। প্রসঙ্গত, মহম্মদ সিনওয়ারের দাদা ইয়াহিয়া সিনওয়ার হামাসের প্রধানের দায়িত্বে ছিলেন গত বছর পর্যন্ত। ২০২৪ সালের আগস্টে তাঁর মৃত্যু হয় ইজরায়েলি সেনা অভিযানে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ইয়াহিয়ার মৃত্যুর প্রমাণ পাওয়া গিয়েছিল বলে জানিয়েছিল ইজরায়েল। এরপরেই সংগঠনের দায়িত্ব নেন মহম্মদ সিনওয়ার।

Advertisement

হামাসের বর্তমান পরিস্থিতিতে, সিনওয়ারের মৃত্যুর পর নেতৃত্বে আসবেন কে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সংগঠনের ঘনিষ্ঠ সূত্রের খবর, উত্তর গাজায় হামাসের সামরিক কার্যকলাপের দায়িত্বে থাকা ইজ্জ আল-দিন হাদ্দাদ হতে পারেন সংগঠনের পরবর্তী প্রধান। সিনওয়ারের মৃত্যুর আনুষ্ঠানিক স্বীকৃতি হামাসের নেতৃত্ব কাঠামো ও ভবিষ্যৎ কৌশলে বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement

Advertisement