• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উত্তর প্রদেশে ট্রাক্টর-কন্টেনার সংঘর্ষে মৃত ৮, আহত ৪৫

রবিবার রাত আড়াইটে নাগাদ ঘাটাল গ্রাম সংলগ্ন এলাকায় এক চলন্ত ট্রাক্টরে দ্রুতগামী কন্টেনার ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত আটজনের।

উত্তর প্রদেশের বুলন্দশহরে জাতীয় সড়ক ৩৪-এ মাঝরাতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রবিবার রাত আড়াইটে নাগাদ ঘাটাল গ্রাম সংলগ্ন এলাকায় এক চলন্ত ট্রাক্টরে দ্রুতগামী কন্টেনার ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত আটজনের। আহত হয়েছেন আরও ৪৫ জন, যাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, কাসগঞ্জ জেলা থেকে প্রায় ৬০-৬১ জন ভক্ত রাজস্থানের গোগামেড়ি মেলায় যাচ্ছিলেন একটি ট্রাক্টরে চেপে। সেই সময় আলিগড় সীমান্তের কাছে পিছন থেকে একটি কন্টেনার ট্রাক দ্রুত গতিতে এসে ট্রাক্টরটিকে ধাক্কা মারলে সেটি উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক শিশু, দুই মহিলা সহ মোট আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত সংকটজনক, তাঁদের ভেন্টিলেটরে রাখা হয়েছে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন জেলাশাসক, এসএসপি দিনেশ কুমার সিং ও বিশাল পুলিশবাহিনী। আহতদের খুরজার কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী কন্টেনার ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। চালকের গাফিলতিই এই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement