• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাক সেনাপ্রধানের ‘নুড়িবোঝাই ট্রাক’ মন্তব্যকে স্বীকারোক্তি বললেন রাজনাথ

পাক সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জবাবে পাল্টা কড়া বার্তা দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

পাক সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জবাবে পাল্টা কড়া বার্তা দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মুনিরের কথাকে ব্যঙ্গ না করে বরং ‘স্বীকারোক্তি’ হিসেবে ব্যাখ্যা করে রাজনাথ বলেন, ‘পাকিস্তানের বর্তমান দুর্দশার দায় তাদের নিজেদের।’

সম্প্রতি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারত ও পাকিস্তানের তুলনায় মুনির বলেছিলেন, ‘ভারত ঝাঁ-চকচকে মার্সিডিজ, আর পাকিস্তান হল নুড়িবোঝাই ট্রাক। দুইয়ের সংঘর্ষ হলে পরিণতি কী হবে, তা সকলের জানা।’ ওই মন্তব্যের জবাবে রাজনাথ বলেন, ‘একই সময়ে স্বাধীনতা পাওয়া দুটি দেশের মধ্যে একটি উন্নতির শিখরে পৌঁছেছে, অন্যটি ব্যর্থতায় জর্জরিত। এটা ব্যঙ্গ নয়, বরং পাকিস্তানেরই দুর্বলতার স্বীকারোক্তি।’

Advertisement

মুনির তাঁর বক্তব্যে পরমাণু হামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন। বলেন, ‘পাকিস্তান যদি ধ্বংস হয়, তবে অর্ধেক পৃথিবীকেও সঙ্গে নিয়ে ধ্বংস করবে। সেই ক্ষমতা পাকিস্তানের রয়েছে।’ প্রতিরক্ষামন্ত্রীর জবাব, ‘আমরা ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ইতিমধ্যেই আমাদের সঙ্কল্প ও সামরিক সক্ষমতা স্পষ্ট করে দিয়েছি। পাকিস্তান যেন ভারতের শক্তি সম্পর্কে কোনও ভ্রান্ত ধারণা না পোষণ করে।’

Advertisement

রাজনাথ সিং এদিন ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তেজস’ যুদ্ধবিমান আজ ভারতীয় প্রতিরক্ষার গর্ব। পাশাপাশি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং উন্নত ইঞ্জিন নির্মাণেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে ভারত। পাক সেনাপ্রধানের এই মন্তব্য আগেই ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। বন্ধুত্বপূর্ণ দেশ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য গ্রহণযোগ্য নয় বলেও জানায় নয়াদিল্লি।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ। ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ৬ মে মধ্যরাতে সীমান্ত পেরিয়ে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরপর টানা চার দিন সীমান্তে সেনা সংঘর্ষ হয়। ১০ মে সংঘর্ষবিরতির মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও, রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে উত্তেজনা এখনও বহাল।

Advertisement