• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

ডুরান্ড কাপে পুরস্কারের ছড়াছড়ি

প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাইটেড। রানার্স আপ দল পাবে ৬০ লক্ষ টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া ইস্টবেঙ্গল ও শিলং লাজন দল পাবে ২৫ লক্ষ টাকা করে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ডুরান্ড কাপ ফুটবলে আর্থিক পুরস্কারের ছড়াছড়ি। ভারতের সেনাবাহিনী পরিচালিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ১.২১ কোটি টাকা। এই প্রথম আর্থিক পুরস্কার এত বেশি দেওয়া হচ্ছে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে ডুরান্ড কাপ ফুটবল ফাইনালে চমক দিয়ে ডায়মন্ড হারবার ফুটবল এফসি উঠে এসেছে। তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাইটেড। রানার্স আপ দল পাবে ৬০ লক্ষ টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া ইস্টবেঙ্গল ও শিলং লাজন দল পাবে ২৫ লক্ষ টাকা করে। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া জামশেদপুর এফসি ও মোহনবাগান সুপার জায়ান্টস ১৫ লক্ষ টাকা করে পাচ্ছে।

এছাড়াও থাকছে গোল্ডেন বল (টুর্নামেন্টের সেরা খেলোয়াড়), গোল্ডেন বুট (সর্বোচ্চ গোল স্কোরার) ও গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক)। এছাড়াও বিজয়ী দলের প্রত্যেকেই ৩ লক্ষ টাকা করে এবং একটি নতুন মাহিন্দ্রা গাড়ি পাবেন।

Advertisement

Advertisement

Advertisement