কলকাতা ফুটবল লিগে মহমেডান স্পোর্টিং ক্লাব শুধু হেরেই চলেছে। শুক্রবার বারাকপুর স্টেডিয়ামে ভবানীপুরের কাছে হার স্বীকার করল ২-১ গোলের ব্যবধানে। তাঁদের দাপটে রীতিমত কাঁপন ধরে যায় সাদা -কালো রক্ষণে। সেইসময়, ম্যাচের ১১ মিনিটে সাইদ রামনের দলকে এগিয়ে দেন মহম্মদ মুশরফ।
ম্যাচের শুরুতেই গোল পেয়ে আরও উজ্জীবিত ফুটবল খেলতে থাকে তাঁরা। সেই সময় বেশকিছু ভালো গোলের সুযোগ পেয়েছিল ভবানীপুর। যদিও তা থেকে গোলের ব্যবধান আর বাড়েনি। এদিকে, ম্যাচের প্রথমার্ধে চূড়ান্ত অগোছালো ফুটবল খেলতে থাকে মহমেডান ফুটবলাররা। তাঁদের মাঝমাঠ আর রক্ষণভাগের খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট। যার ফলে, প্রথমার্ধে সেরকমভাবে আক্রমণে উঠতেও পারেনি তাঁরা। তবে, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিছুটা হলেও সংগঠিত ফুটবল খেলতে থাকেন মেহরাজউদ্দিন ওয়াড়ুর ছেলেরা। এই সময় ম্যাচের ৫৪ মিনিটে সাদা-কালো ব্রিগেডকে সমতায় ফেরায় সজল বাগ। এরপরেও, বেশকিছু গোলের সুযোগ পেয়েছিল তাঁরা। কিন্তু, তা থেকে আর গোল আসেনি।
Advertisement
এদিকে, মহমেডান সমতা ফেরানোর পর থেকেই ফের একবার আক্রমণের চাপ বাড়াতে থাকে ভবানীপুর দল। তাঁদের ক্রমাগত আক্রমণে রীতিমত চাপে পড়ে যায় সাদা-কালো ব্রিগেড। তবে, আক্রমণের চাপ বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা যেন কিছুতেই পাচ্ছিল না ভবানীপুর। শেষপর্যন্ত, ম্যাচের ৭৩ মিনিটে ক্রেগের গোলে এগিয়ে যায় ভবানীপুর। আর সেটাই ছিল ম্যাচের জয়সূচক গোল। এরপর কিছুটা চেষ্টা করলেও আর ম্যাচে ফিরতে পারেনি মহমেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে হারের ফলে, ১০ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ -বি’এর দশম স্থানে রইলো সাদা -কালো ব্রিগেড। অন্যদিকে, শেষ ম্যাচে ড্র করার পর মহমেডানকে হারিয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিজেদের তৃতীয় স্থান আরও মজবুত করলো ভবানীপুর।
এদিকে, ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে রয়েছে ইউনাইটেড কলকাতা ক্লাব।
Advertisement
Advertisement



