ফ্লোরিডায় ভারতীয় বংশোদ্ভূত এক ট্রাকচালকের গাফিলতিতে প্রাণ হারিয়েছিলেন তিন মার্কিন নাগরিক। এই মর্মান্তিক ঘটনার জেরে কড়া পদক্ষেপ করল হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিদেশি বাণিজ্যিক ট্রাকচালকদের জন্য নতুন দেওয়া।
ঘটনার সূত্রপাত ফ্লোরিডার একটি হাইওয়েতে। ট্রাকচালক হরজিন্দর সিং একটি বেআইনি ইউ-টার্ন নেওয়ার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজন আমেরিকানের। হরজিন্দরের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং অযোগ্য হওয়া সত্ত্বেও ট্রাক চালানোর অভিযোগ উঠেছে। হরজিন্দর সিং বেআইনিভাবে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আমেরিকায় প্রবেশ করেন এবং পরবর্তীতে কাজের অনুমতি ও ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেন।
Advertisement
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘এই মুহূর্ত থেকে আমরা সকল বিদেশি বাণিজ্যিক ট্রাকচালককে ভিসা দেওয়া বন্ধ করছি।’ তাঁর দাবি, মার্কিন রাস্তায় বিদেশি ট্রাকচালকদের আধিক্য একদিকে যেমন আমেরিকানদের জীবিকাকে প্রভাবিত করছে, তেমনই নিরাপত্তার ঝুঁকিও বাড়াচ্ছে।
Advertisement
এই ঘটনাটি রাজনৈতিক মাত্রাও পেয়েছে। কারণ, হরজিন্দর সিংহ প্রথমে ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করেন, যেখানে ক্ষমতায় রয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা। ট্রাম্প প্রশাসনের প্রশ্ন, কীভাবে এক বেআইনি অনুপ্রবেশকারী ব্যক্তি কাজের অনুমতি ও লাইসেন্স পেলেন? ক্যালিফোর্নিয়া গভর্নরের অফিস থেকে পাল্টা দাবি করা হয়, ফেডেরাল সরকারই হরজিন্দরকে সেই অনুমতি দিয়েছিল।
এই বিতর্কের মধ্যেই হোয়াইট হাউসের কড়া সিদ্ধান্ত, আপাতত কোনও বিদেশি ট্রাকচালক আমেরিকায় কাজের ভিসা পাবেন না। ট্রাম্প প্রশাসনের মতে, আমেরিকার কর্মসংস্থান ও নিরাপত্তা রক্ষায় এই সিদ্ধান্ত জরুরি। এই সিদ্ধান্ত ভবিষ্যতে মার্কিন অর্থনীতি ও অভিবাসন নীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা।
Advertisement



