• facebook
  • twitter
Friday, 30 January, 2026

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ মনোনয়ন দাখিল

রাধাকৃষ্ণণ তামিলনাড়ুর প্রবীণ বিজেপি নেতা। তিনি মেঘালয়ের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দুইবার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ বুধবার সংসদ ভবনে উপ-রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র দাখিল করলেন। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর পাশে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষস্থানীয় কেন্দ্রীয় মন্ত্রীরা ও এনডিএ নেতারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে রাধাকৃষ্ণণের প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন। মনোনয়ন চারটি সেটে জমা দেওয়া হয়, প্রতিটি সেটে ২০ জন প্রস্তাবক ও ২০ জন সমর্থকের নাম রয়েছে। এক সেটে প্রধান প্রস্তাবক ছিলেন মোদি, অন্য সেটগুলিতে স্বাক্ষর করেছেন অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রায় ১৬০ জন এনডিএ সাংসদ ও মন্ত্রী উপস্থিত ছিলেন।

Advertisement

প্রসঙ্গত, ২০২৫ সালের ২১ জুলাই ‘স্বাস্থ্যজনিত কারণে’ পদত্যাগ করেন বর্তমান উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এর ফলে পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ৯ সেপ্টেম্বর ভোটের দিন ঘোষণা করেছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট এবং প্রত্যাহারের সময়সীমা ২৫ আগস্ট।

Advertisement

রাধাকৃষ্ণণ তামিলনাড়ুর প্রবীণ বিজেপি নেতা। তিনি মেঘালয়ের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দুইবার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। সামাজিক ক্ষমতায়ন ও আইন প্রণয়নের অভিজ্ঞতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। প্রধানমন্ত্রী মোদি তাঁর “নিবেদন, বিনম্রতা ও বুদ্ধিমত্তার” প্রশংসা করে বলেছেন, তামিলনাড়ুর দরিদ্র মানুষের জন্য রাধাকৃষ্ণণের কাজই তাঁর সবচেয়ে বড় পরিচয়।

সংসদে সংখ্যার বিচারে এনডিএ প্রার্থী জয়ের ব্যাপারে কার্যত নিশ্চিত। এনডিএ শিবিরের সাংসদ সংখ্যা বর্তমানে ৪২২, যেখানে বিরোধী জোটের সংখ্যা প্রায় ৩০০। অন্যদিকে, বিরোধী শিবির প্রার্থী করেছে সাবেক সুপ্রিম কোর্টের বিচারক বি. সুদর্শন রেড্ডিকে। ফলে নির্বাচন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা বাড়ছে রাজনৈতিক মহলে।

Advertisement