• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ শপথ নিচ্ছেন দেশের নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন

নির্বাচনে রাধাকৃষ্ণন পান ৪৫২টি প্রথম পছন্দের ভোট, রেড্ডির ঝুলিতে যায় ৩০০ ভোট। বিরোধী জোটের হিসাব অনুযায়ী অন্তত ১৫ ভোট কম পড়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আজ, শুক্রবার দেশের উপরাষ্ট্রপতির আসনে বসতে চলেছেন সিপি রাধাকৃষ্ণন। সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথ নেবেন তিনি। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবাদ সংস্থা ইউএনআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবারই মহারাষ্ট্রের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন রাধাকৃষ্ণন। গত বছরের ৩১ জুলাই তিনি ওই পদে বসেছিলেন। তাঁর ইস্তফার পর গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রতকে মহারাষ্ট্রের অতিরিক্ত রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাধাকৃষ্ণন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র প্রার্থী ছিলেন তিনি। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুধর্শন রেড্ডিকে হারান রাধাকৃষ্ণন। নির্বাচনে রাধাকৃষ্ণন পান ৪৫২টি প্রথম পছন্দের ভোট, রেড্ডির ঝুলিতে যায় ৩০০ ভোট। বিরোধী জোটের হিসাব অনুযায়ী অন্তত ১৫ ভোট কম পড়েছে।

Advertisement

Advertisement