• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জয়ের হ্যাটট্রিক হল না মহমেডানের

দ্বিতীয়ার্ধে এগিয়ে থাকা উয়াড়ি আরও উজ্জ্বীবিত হয়ে আক্রমণ শাণাতে থাকে মহমেডানের রক্ষণভাগে। সেই অবসরে রাকেশ কাপুরিয়া গোল করে উয়াড়িকে ২-০ গোলে এগিয়ে দেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতা ফুটবল লিগে পরপর দু’টি ম্যাচ জেতার পরে মহমেডান স্পোর্টিং আশা করেছিল উয়াড়ির বিরুদ্ধে ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করবে। কিন্তু এই ভাবনা সফল হল না। সোমবার নৈহাটি স্টেডিয়ামে হারের মুখে পড়তে হল মহমেডানকে। উয়াড়ি ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিল সাদা-কালো শিবিরের সঙ্গে লড়াই করে। খেলার শুরু থেকেই কোচ মেহেরাজউদ্দিন ওয়াডুর ফুটবলাররা আত্মবিশ্বাসী হয়ে লড়াই করতে থাকেন প্রতিপক্ষ উয়াড়ির বিরুদ্ধে। তবে যে ছন্দে তাঁদের খেলা উচিত ছিল, তা দেখতে পাওয়া গেল না। বরঞ্চ অনেক সময় ছন্নছাড়া ফুটবল খেলে সময় নষ্ট করেছেন। শুধু তাই নয়, দিশেহারা হয়ে অনেক সময়ই দেখা গিয়েছে মহমেডান খেলা থেকে পিছিয়ে পড়ছে। সেই সুযোগেই উয়াড়ি পাল্টা আক্রমণ শানিয়ে গোল করেছে। সাকির আলির গোলে প্রথম পর্বে উয়াড়ি এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে এগিয়ে থাকা উয়াড়ি আরও উজ্জ্বীবিত হয়ে আক্রমণ শাণাতে থাকে মহমেডানের রক্ষণভাগে। সেই অবসরে রাকেশ কাপুরিয়া গোল করে উয়াড়িকে ২-০ গোলে এগিয়ে দেন। পিছিয়ে থাকা মহমেডান স্পোর্টিং কিছুতেই ঘুরে দাঁড়াতে পারেনি। খেলোয়াড় পরিবর্তন করেও সাদা-কালো শিবিরের ফুটবলাররা উয়াড়ির রক্ষণভাগে ফাটল ধরাতে পারেননি। তবে খেলার ৭৫ মিনিটের মাথায় মহমেডানের আদিসন সিং গোল করে ব্যবধান (২-১) কমান। এই ম্যাচে হেরে যাওয়ায় মহমেডান স্পোর্টিং লিগ টেবলে পিছিয়ে পড়ল। অন্য খেলায় সাদার্ন সমিতি ও রেলওয়ে এফসি’র খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়।

Advertisement

Advertisement

Advertisement