• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জম্মু ও কাশ্মীরে ফের মেঘভাঙা বৃষ্টি, কাঠুয়ায় প্রাণ গেল ৭ জনের

সংবাদ সংস্থা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বৃষ্টির জেরে জরঘাঁটি গ্রামে হঠাৎ ভূমিধস নামে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় চার বাসিন্দার।

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার মধ্যরাতে রাজ্যের এই প্রত্যন্ত অঞ্চলের জরঘাঁটি গ্রামে ধস নামায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতেই উদ্ধারকাজে নামেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মুষলধারে বৃষ্টির জেরে জরঘাঁটি গ্রামে হঠাৎ ভূমিধস নামে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ৭ বাসিন্দার। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মৃতদেহগুলি উদ্ধার করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ধসের কারণে শুধুমাত্র জরঘাঁটি নয়, চাঙ্গদা ও বাগার্দ গ্রামেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। কাঠুয়া থানার চত্বরেও জল ঢুকে পড়েছে বলে জানানো হয়েছে। লাখানপুর থানার অন্তর্গত দিলওয়ান ও হুতলি গ্রামেও এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব পড়েছে, যদিও সেসব এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত কয়েক দিন ধরে টানা বর্ষণের কারণে ওই অঞ্চলের নদ-নদীগুলোর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

Advertisement

উল্লেখ্য, সপ্তাহের শুরুতেই জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারান অন্তত ৬০ জন, আহত হন ১০০ জনেরও বেশি। এখনও সেখানকার উদ্ধারকাজ শেষ হয়নি। কিশতোয়ারের সেই ক্ষত শুকোতে না শুকোতেই কাঠুয়ায় এই নতুন বিপর্যয় রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির দিকেই প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধারকাজ আপাতত জারি থাকবে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

Advertisement

আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কাঠুয়ায়। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লা মৃতদের পরিবারকে সমবেদনা জানান।

Advertisement