অভয়া মৃত্যুর এক বছরে নির্যাতিতার বাবা মায়ের নবান্ন অভিযান ঘিরে তুমুল অশান্তি ছড়িয়েছে। শনিবার পার্ক স্ট্রিটে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ছবি দেখা গিয়েছে। বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল-সহ আরও অনেকে। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে নবান্ন অভিযানে যেতে চাইলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ।
পুলিশকে লক্ষ্য করে জলের বোতল, চুড়ি ছোড়া হয়। বিক্ষোভকারীরা জুতো দেখান বলে পুলিশের অভিযোগ। কলকাতা হাই কোর্ট শর্তসাপেক্ষে শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দিয়েছিল। তবে আন্দোলনের জেরে সাঁতরাগাছিতে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।
Advertisement
অন্যদিকে, রেসকোর্সের কাছে অবস্থানে বসে থাকার সময় অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। পুলিশের কাছে জল চেয়েও পাননি বলে অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কপালে চোট পান নির্যাতিতার মা। সেই অবস্থায় তিনি ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন। সেই সময় অসুস্থবোধ করলে নির্যাতিতার মা-কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে হাসপাতালে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Advertisement
Advertisement



