আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্ণ হয়েছে। ন্যায়বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে শনিবার দিনভর চলে মিছিল, বিক্ষোভ ও সমাবেশ। সেই আবেদনে সাড়া দিয়েই এদিনের নবান্ন অভিযানে যোগ দেন কালীগঞ্জের তামান্নার পরিবারও।
শনিবারের নবান্ন অভিযানে যোগ দিতে নদিয়ার পলাশী স্টেশন থেকে বাম সমর্থকদের সঙ্গে কলকাতায় আসেন তামান্নার বাবা-মা। উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না। পরিবারের অভিযোগ, বেশিরভাগ অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি। তাই মেয়ের হত্যার বিচার চাইতে আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে পা মিলিয়েছেন তামান্নার মা ও বাবা।
Advertisement
কলকাতায় আসার পথে ট্রেনের সহযাত্রীদের রাখি পরান তামান্নার মা। স্টেশন চত্বরে দাঁড়িয়ে যাত্রীদের হাতেও রাখি বাঁধতে দেখা যায় তাঁকে। সেই সময়ে মেয়ের ছবি বুকে আঁকড়ে ছিলেন তিনি। এদিকে নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা ও হাওড়া। বিভিন্ন জায়গায় পুলিশি ব্যারিকেড বসিয়ে মিছিল আটকে দেওয়া হয়। পার্কস্ট্রিটে পুলিশি বাধা পেয়ে অবস্থান-বিক্ষোভে বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির একাধিক নেতা। সাঁতরাগাছি ও হাওড়া ময়দানেও চরম উত্তেজনার খবর পাওয়া গেছে।
Advertisement
Advertisement



