• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চাম্বায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে ৬ জনের মৃত্যু

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ তিসা মহকুমার চানওয়াস এলাকায় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শিক্ষ সহ ৬ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ তিসা মহকুমার চানওয়াস এলাকায় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা সকল যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন চানওয়াসের সরকারি স্কুলের শিক্ষক রাজেশ কুমার, তাঁর স্ত্রী, ১৭ ও ১৫ বছর বয়সী কন্যা ও পুত্র, শ্যালক এবং তাঁদের গ্রামের এক বাসিন্দা। রাজেশ কুমার ছেলেমেয়েকে বানিখেতের একটি বোর্ডিং স্কুল থেকে আনতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

Advertisement

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও উদ্ধারকারী দল রাতেই মৃতদেহগুলি উদ্ধার করে। চুরা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হংস রাজ বলেন, ‘এই রাস্তাটি মাত্র চার বছর আগে নির্মাণ করা হয়েছিল। এই দুঃখজনক দুর্ঘটনা সত্যিই মর্মান্তিক।’

Advertisement

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর পৃথক বার্তায় শোকপ্রকাশ করেছেন। জয়রাম ঠাকুর বলেন, ‘চাম্বা জেলার তিসার চানওয়াসে এই গাড়ি দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

Advertisement