উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে নামল হড়পা বান ও ধস। ভয়াবহ পরিস্থিতি উত্তরকাশীর ধারালি গ্রামে। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়ি-ঘর ও দোকানপাট। নিখোঁজ হয়েছে প্রায় ৫০ জন মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন স্থানীয় মানুষ ও পর্যটকরা। এখনও পর্যন্ত প্রায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, এই ঘটনায় বহু মানুষ চাপা পড়ে গিয়েছে। আরও অনেকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
জানা গিয়েছে, এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় ২৫টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে। ধ্বংস্তুপের তলে এখনও ১০-১২ জন চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় সামাজিক মাধ্যমে একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ক্ষীরগঙ্গা নদীর দুই পাড়ের গ্রাম জলের তোড়ে ভেসে যাচ্ছে। উঁচু পাহাড় থেকে ধেয়ে আসা জলের তোড়ে একের পর এক কংক্রিটের বাড়ি, দোকান, হোটেল ও গেস্ট হাউস ঢেকে যাচ্ছে।
Advertisement
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে উদ্ধার কাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে। সেই সঙ্গে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) ১৬ জন সদস্যকেও নামানো হয়েছে।
Advertisement
Advertisement



