• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দেরাদুনে ‘ঘুষের টাকা’ গিলে ফেললেন সরকারি কর্মী

ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন এক সরকারি কর্মী। ঊর্ধ্বতন আধিকারিকদের আসতে দেখে ঘুষের টাকা চিবিয়ে গিলেই ফেলেন তিনি।

প্রতীকী চিত্র

ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন এক সরকারি কর্মী। ঊর্ধ্বতন আধিকারিকদের আসতে দেখে ঘুষের টাকা চিবিয়ে গিলেই ফেলেন তিনি। অভিযুক্ত সরকারি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম গুলাম হায়দার। দেরাদুনের কলসি এলাকায় পাটোয়ারি হিসাবে কর্মরত গুলামকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরেছেন রাজ্য ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকেরা। এর আগে তিনি ঘুষের বিনিময়ে কোনও কাজ করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন, বাসস্থানের দু’টি সরকারি শংসাপত্র তৈরি করে দেওয়ার জন্য দু’হাজার টাকা ঘুষ চেয়েছেন গুলাম। এরপরই তাঁকে ধরতে ফাঁদ পাতে রাজ্য ভিজিল্যান্স দপ্তর। নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে গুলামের কাছে হাজির হন অভিযোগকারী। কড়কড়ে চারটে পাঁচশো টাকার নোট মহানন্দে নিয়ে ফেলেন গুলাম।

Advertisement

এরপরই ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকেরা তাঁকে ধরেন। উপরমহলের আধিকারিকদের আসতে দেখে ঘুষের টাকা চিবিয়ে গিলেই ফেলেন তিনি। তাতে অবশ্য শেষরক্ষা হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধরা পড়ে গিয়ে সম্পূর্ণ টাকাটাই মুখে পুরে ফেলেন তিনি। চিবিয়ে চিবিয়ে গিলেও ফেলেন। ঘুষ নেওয়া, প্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

Advertisement