• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

উত্তর কাশীতে মেঘভাঙা বৃষ্টি, নিখোঁজ ৯ শ্রমিক

ঘটনার সময় ওই এলাকায় একটি নির্মীয়মাণ হোটেলে কাজ করছিলেন শ্রমিকরা। মেঘভাঙা বৃষ্টির ফলে আচমকাই জলের স্রোত নামে পাহাড়ের ঢাল বেয়ে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি। রবিবার সকালে উত্তরকাশীর বালিগড়ে বারকোট-যমুনোত্রী সড়কে ঘটেছে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। প্রবল জলের স্রোতে ভেসে গিয়েছেন বেশ কয়েকজন। নিখোঁজ হয়েছেন ৯ জন শ্রমিক। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

জানা গিয়েছে, ঘটনার সময় ওই এলাকায় একটি নির্মীয়মাণ হোটেলে কাজ করছিলেন শ্রমিকরা। মেঘভাঙা বৃষ্টির ফলে আচমকাই জলের স্রোত নামে পাহাড়ের ঢাল বেয়ে। তাতেই ভেসে যান ওই হোটেলে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা। ৮-৯ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের জেলাশাসক প্রশান্ত আর্য। এছাড়া ওই এলাকায় এই মেঘ ভাঙা বৃষ্টির ফলে নির্মীয়মাণ হোটেলটির ব্যাপক ক্ষতি হয়েছে। ধস নেমেছে বারকোট-যমুনোত্রী সড়কে। রাস্তার কিছুটা অংশ ধুয়ে সাফ হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে পুণ্যার্থীদের আপাতত হোটেলেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এদিকে উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিল্লির মৌসম ভবনের তরফে উত্তরাখণ্ডে এই সতর্কতা জারি করা হয়েছে। সেই কারণেই আগামী ২৪ ঘণ্টার জন্য স্থগিত করে দেওয়া হয়েছে চারধাম যাত্রা। পুণ্যার্থীদের চারধামের উদ্দেশে রওনা দিতে নিষেধ করা হয়েছে। গাড়ওয়াল ডিভিশনের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, সোমবার আবহাওয়ার পরিস্থিতি খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। তাই বাড়তি সতর্কতা নিচ্ছে উত্তরাখণ্ড প্রশাসন।

Advertisement

Advertisement