• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দুর্গাপুজোর পর এবার ‘রাখি ও খেলা হবে’ দিবসে অনুদান

দুর্গাপুজোর অনুদানের পরে এবার রাখি উৎসব এবং ‘খেলা হবে’ দিবসের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা করল কলকাতা পুরসভা।

ফাইল ছবি।

দুর্গাপুজোর অনুদানের পরে এবার রাখি উৎসব এবং ‘খেলা হবে’ দিবসের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা করল কলকাতা পুরসভা। পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শহরের প্রতিটি ওয়ার্ডে রাখি বন্ধন উৎসব উপলক্ষে ২০ হাজার টাকা এবং খেলা হবে দিবস উপলক্ষে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

আগামী ৯ আগস্ট রাজ্যজুড়ে পালিত হবে রাখি উৎসব। সেই উপলক্ষেই কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ‘সংস্কৃতি দিবস’ হিসেবে এই দিনটি উদযাপন করা হবে। আবার ১৬ আগস্ট ক্রীড়াপ্রেমীদের শ্রদ্ধা জানাতে পুরসভা আয়োজন করবে ‘খেলা হবে দিবস’।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচিগুলি রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর বাস্তবায়িত করছে। কলকাতা পুরসভা ছাড়াও রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৭টি মিউনিসিপাল কর্পোরেশন, ২৩টি জেলা সদর এবং জিটিএ এলাকাসহ মোট ৬৩৯টি ইউনিটকে দেওয়া হচ্ছে এই অনুদান।

Advertisement

প্রত্যেক জায়গাতেই রাখি উৎসবকে কেন্দ্র করে হবে ‘সংস্কৃতি দিবস’ এবং ১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবসের আয়োজন। সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে নির্দিষ্ট গাইডলাইন পাঠানো হয়েছে।

এই প্রসঙ্গে কলকাতা পুরসভার ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার জানিয়েছেন, ‘এই বছরও যথারীতি ১৪৪টি ওয়ার্ডে রাখি বন্ধন ও খেলা হবে দিবস পালন করা হবে। সরকারি নির্দেশ মেনেই উৎসবের সব আয়োজন হবে।’ সব মিলিয়ে রাখি ও খেলাধুলার মাধ্যমে পুজোর আগেই উৎসবের রঙে রঙিন হতে চলেছে কলকাতা সহ রাজ্যের প্রতিটি ওয়ার্ড।

Advertisement