• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শিবের মাথায় জল ঢালতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু সন্তানের

সন্তান হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন মা। পুজো দিতে গিয়ে সন্তানের নিথর দেহ নিয়ে ফিরেছেন মা। মন্দির কর্তৃপক্ষও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

প্রতীকী ছবি

শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে সন্তানহারা হয়েছেন এক মা। বজবজের চিত্রীগঞ্জ কালীবাড়ির মন্দিরে জল ঢালার উদ্দেশে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন তারাতলার বাসিন্দা ওই মহিলা। তাঁর ইচ্ছে ছিল, গঙ্গাস্নান করে শুদ্ধ বসনে মন্দিরে পুজো দেবেন। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হল না। সন্তানের মৃতদেহ নিয়ে ফিরতে হয়েছে তাঁকে।

সোমবার সকাল সকাল দুই ছেলেকে সঙ্গে নিয়ে বজবজের চিত্রীগঞ্জ কালীবাড়ি গিয়েছিলেন ওই মহিলা। পরিকল্পনা ছিল মন্দির লাগোয়া গঙ্গায় স্নান সেরে মন্দিরে যাবেন। সাঁতার জানত না তাঁর ছোট ছেলে শুভম সাউ। মায়ের চোখের সামনেই তলিয়ে যায় ওই ছোট খুদে। সেই সময় গঙ্গায় ভাটা চলছিল। ছেলেটি তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় জল-সাথী কর্মীরা খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু প্রায় ৪৫ মিনিট পর তাকে উদ্ধার করা সম্ভব হয়। তড়িঘড়ি ছেলেটিকে বজবজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

সন্তান হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন মা। পুজো দিতে গিয়ে সন্তানের নিথর দেহ নিয়ে ফিরেছেন মা। মন্দির কর্তৃপক্ষও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মন্দির লাগোয়া ওই গঙ্গায় এমন ঘটনা খুব একটা হয় না বলেই তাঁরা জানিয়েছেন।

Advertisement

Advertisement