ঘর তৈরি করাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে তাঁর কাকার বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজের জামালপুরে। অভিযুক্ত কাকা ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাকিমার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
মৃতের নাম দেবাশিস খাঁ (৩৬)। কাকা মানিক খাঁয়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন তিনি। কিন্তু জায়গার সমস্যা হওয়ায় বাংলা আবাস যোজনায় ঘরের আবেদন জানিয়েছিলেন দেবাশিস। সেই আবেদন মঞ্জুরও হয়েছিল। কাকার বাড়ির পাশের জমিতেই সম্প্রতি ঘর তৈরির কাজ শুরু হয়। সেই নিয়ে কাকার পরিবারের সঙ্গে দেবাশিসের বিবাদ চলছিল। সেই বিবাদ শনিবার চরমে পৌঁছায়। এদিন ছাদ ঢালাইয়ের কাজ হয়। আবাসের বাড়ির ছাদের কার্নিস বেড়ে কাকাদের বাড়ির দিকে চলে আসায় আপত্তি জানিয়েছিলেন মানিকের পরিবার। সেই নিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল অশান্তি হয়। রবিবার সকালেও এই নিয়ে শুরু হয় অশান্তি। এই আবদে সকালে ছাদে উঠে জল দিচ্ছিলেন দেবাশিস। সেই সময় আচমকা কাকা মানিক ও তাঁর ছেলে আশিস লোহার রড দিয়ে দেবাশিসের মাথা ও ঘাড়ে আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন দেবাশিস। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মানিক ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে পলাতম মৃতের কাকিমা। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বাড়ির নিচে দাঁড়িয়ে দেবাশিসকে খুনে মদত দেওয়ার অভিযোগ রয়েছে।
Advertisement
Advertisement



