• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মধ্যরাতে কলকাতার হাসপাতালে আগুন

মধ্যরাতে শহরে অগ্নিকাণ্ড। সোমবার রাত বারোটা নাগাদ মহেশতলা থানার অন্তর্গত বজবজ ইএসআই হাসপাতালে আগুন লেগে যায়।

মধ্যরাতে শহরে অগ্নিকাণ্ড। সোমবার রাত ১২টা নাগাদ মহেশতলা থানার অন্তর্গত বজবজ ইএসআই হাসপাতালে আগুন লেগে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনাস্থলে যায় মহেশতলা থানার পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিল্ডিংয়ের প্রথম তলায় কম্পিউটার রুমে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। মধ্যরাতে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। তাঁদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

এর আগে সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আগুন লাগে হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে। আটতলার লাইব্রেরি রুমে আগুন লেগে যায়। সেই সময় ঘটনাস্থলে থাকা পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়েন। ১০ জন পড়ুয়া তড়িঘড়ি লাইব্রেরি থেকে বেরিয়ে আসেন। হাসপাতালে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Advertisement

রবিবার বেহালার সখেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে। ওই বেসরকারি হাসপাতালের মিটার ঘরেই প্রথম আগুনের স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল। নিরাপত্তারক্ষীরাই প্রথম এই আগুন দেখতে পেয়ে এগিয়ে গিয়েছিলেন। তাঁরা দমকলে খবর দেন। দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় হতাহতের কোনও খবর ছিল না।

Advertisement