• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, খালে গাড়ি পড়ে ১১ জনের মৃত্যু

উত্তরপ্রদেশের গোণ্ডা জেলায় রবিবার সকালে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে খালে পড়ে মৃত্যু হল ১১ জন পুণ্যার্থীর।

উত্তর প্রদেশের গোন্ডা জেলায় রবিবার সকালে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে খালে গাড়ি পড়ে মৃত্যু হল ১১ জন পুণ্যার্থীর। দুর্ঘটনার সময় বৃষ্টির কারণে খালটিতে জলস্তর ছিল বেশ উঁচু। ফলে গাড়ি পড়ে যাওয়ার পর অনেকেই আর বেরিয়ে আসতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোন্ডার ইটিয়াথোক এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রহ্লাদ গুপ্তা নামে এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে মোটিগঞ্জ থানার সীহাগাঁও গ্রাম থেকে পৃথ্বীনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালের জলে পড়ে যায়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের, যাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে।

Advertisement

আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজে সহায়তা করেন স্থানীয়রাও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততার সঙ্গে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘গোন্ডায় যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’ পাশাপাশি, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।

প্রশাসন থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হবে। পুণ্যার্থীদের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement