• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আর্থিক প্রতারণা মামলায় অনিল আম্বানিকে তলব ইডির

তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল। ইডি সূত্রে খবর, আগামী ৫ আগস্ট দিল্লির ইডি অফিসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শুক্রবার সকালে অনিল আম্বানিকে তলব করেছে ইডি। আর্থিক তছরুপ ও ব্যাঙ্কের ১৭ হাজার কোটি টাকার ঋণ প্রতারণা মামলায় এদিন সকালেই নোটিস পাঠানো হয় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অনিল আম্বানিকে। তাঁর বিভিন্ন সংস্থার একাধিক অফিসে গত সপ্তাহ থেকেই অভিযান চালাচ্ছে ইডি। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল। ইডি সূত্রে খবর, আগামী ৫ আগস্ট দিল্লির ইডি অফিসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

আর্থিক তছরুপ প্রতিরোধ আইন তথা পিএমএলএ-র অধীনে গত কয়েকদিন ধরে ৫০টিরও বেশি জায়গায় তল্লাশি চালানো হয়। অনিল আম্বানী গ্রুপ অব কোম্পানিজের একাধিক এগজিকিউটিভ-সহ ২৫ জনের বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়।

Advertisement

Advertisement

Advertisement