• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হলেন খালিদ জামিল

আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসি-তে সফল ভাবে কোচিং করিয়েছেন খালিদ জামিল। অতীতে আইজলকে আই লিগ জিতিয়েছেন।

মানোলো মার্কেজ সরে যাওয়ার পর থেকে ভারতীয় ফুটবল দলের কোচের পদ ফাঁকা পড়ে রয়েছে। সেই জায়গায় নতুন কোচ বেছে নিল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। ভারতীয় ফুটবল টিমের নতুন কোচ হলেন খালিদ জামিল। তিনি ছাড়াও এই দৌড়ে ছিলেন স্টিফেন কনস্টানটাইন এবং স্টেফান তারকোভিচ।

ভারতে দীর্ঘ দিন কোচিং করানোয় জামিল প্রায় সব ফুটবলারকেই চেনেন। আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসি-তে সফল ভাবে কোচিং করিয়েছেন খালিদ জামিল। অতীতে আইজলকে আই লিগ জিতিয়েছেন। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে।

Advertisement

শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে এআইএফএফ জানিয়েছে, ‘এআইএফএফ কার্যনির্বাহী কমিটি, টেকনিক্যাল কমিটির উপস্থিতিতে, খালিদ জামিলকে সিনিয়র ইন্ডিয়া পুরুষ জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।’

Advertisement

Advertisement