ইতিহাসের পাতায় ১৯১১ সালের ২৯ জুলাই গোরা সেনাদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করেছিল মোহনবাগান। এই দিনটা বাংলার কাছে স্মরণীয় হয়ে আছে। সেই ২৯ জুলাই চলতি বছরে পশ্চিম মেদিনীপুরে খেলার ইতিহাসে উজ্জ্বল হয়ে উঠল মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল পার হওয়ার কৃতিত্বে। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭ টা ৪৫ মিনিটে সাঁতার শুরু করে ১৩ ঘন্টা ৪৫ মিনিট সময় নিয়ে ওই চ্যালেন অতিক্রম করেন আফরিন জাবি। মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবির এই কৃতিত্বে সবাই কুর্নিশ জানিয়েছেন।
গত ৯ ই জুলাই মেদিনীপুর থেকে দিল্লি হয়ে ইওরোপে পাড়ি দেন ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্যে। আগস্টের প্রথম সপ্তাহে আফরিনের চ্যানেল অতিক্রম করার কথা ছিল। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকায় তার আগ ২৯ জূলাই চূড়ান্ত লক্ষ্যে অবতীর্ণ হন আফরিন।এই প্রথম মেদিনীপুর সুইমিং ক্লাব তথা অবিভক্ত মেদিনীপুরের কোনো সাঁতারু এই দুর্গম জলপথ অতিক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তাঁর এই সাহসী সিদ্ধান্তকে কূর্ণিশ জানাতে মেদিনীপুর সুইমিং ক্লাব কর্তৃপক্ষ ক্লাব প্রাঙ্গণে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা জানান হয়। পাশাপাশি শুভেচ্ছা জানানো হয়েছিলো মেদিনীপুর জেলা স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমী, মেদিনীপুর লায়ন্স ক্লাব, মেদিনীপুর সুইমিং এসোসিয়েশন সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে।
Advertisement
সুইমিং ক্লাব আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি আশিস চক্রবর্তী, সহ-সভাপতি দ্বয় প্রসেনজিৎ সাহা ও অরিন্দম দাস, সম্পাদক পল্লব কিশোর চ্যাটার্জি,সহ সম্পাদক দীপ শেখর কর, আফরিনের তিন কোচ বাবুন নাথ, প্রদীপ বেরা, শান্তনু ঘোষ সহ ক্লাবের অন্যান্য সাঁতারু এবং কার্যকরী সমিতির সদস্যরা। উপস্থিত ছিলেন আফরিনের বাবা,মা ও অন্যান্য আত্মীয় পরিজনরা। ইংলিশ চ্যানেল অতিক্রম করার লক্ষ্যে সুইমিং ক্লাবের সুইমিং পুলে টানা ১৬ ঘন্টা সাঁতার অনুশীলন করেছিলেন আফরিন জাবি।
Advertisement
Advertisement



