অপারেশন মহাদেবের পরে এবার অপারেশন শিবশক্তি। বুধবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলাকালীন নিহত হয়েছে দুই অনুপ্রবেশকারী। সেনাবাহিনী সূত্রে খবর, ওই দুই জন লস্কর–ই–তৈবার সদস্য। ভারত–পাকিস্তান সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল। সেই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলাকালীন তাদের মৃত্যু হয়। বুধবারের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শিবশক্তি।
জানা গিয়েছে, পুঞ্চ এলাকায় সন্দেহভাজন দুই জনের গিতিবিধি নজরে আসে ভারতীয় সেনার। ওই দুই জনকে আটকানো হলে হঠাৎ তারা গোলা, গুলিবর্ষণ শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। ভারতীয় সেনা সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীর থেকে কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই দুই জন। তাদের কাছে কোনও বৈধ নথি ছিল না। আচমকা তারা হামলা চালানো শুরু করলে নিরাপত্তা বাহিনীও জবাব দেয়। সেই অভিযানে নিহত হয় সন্দেহভাজন দুই জঙ্গি। পহেলগাম হামলার পর ভারতের সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদ রুখতে যে অপারেশন চালানো হচ্ছে তারই অঙ্গ হল অপারেশন শিবশক্তি।
Advertisement
Advertisement
Advertisement



