• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

গাছ কাটা নিয়ে বিবাদ, এবার পরেশদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ

২০২১ সালের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর কাঁকুড়গাছিতে ভোট-পরবর্তী হিংসায় খুন হন অভিজিৎ সরকার। ওই মামলার তদন্ত করছে সিবিআই।

গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কাঁকুড়গাছিতে। ২০২১ সালে বিধানসভা ভোট পরবর্তী অশান্তিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করল নারকেলডাঙা থানার পুলিশ।

বিশ্বজিতের অভিযোগ, সম্প্রতি স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের লোকজন গাছ কাটার নাম করে এলাকায় এসে বেপরোয়া ভাবে গাছের ডালপালা ফেলে দেয় স্থানীয় একটি গ্যারাজের গাড়ির উপর। কিছু ডাল গিয়ে পড়ে বিদ্যুতের তারের উপরও। অভিযোগ, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিশ্বজিৎ সরকারকে মারধর করা হয় ও খুনের হুমকি দেওয়া হয়। তাঁর দাবি, এই ঘটনায় তিনি শারীরিক ভাবে আহত হন এবং চিকিৎসার জন্য মেডিক্যাল পরীক্ষাও করিয়েছেন। এদিকে তৃণমূল বিধায়ক পরেশ পাল বলেন, ‘কে বিশ্বজিৎ সরকার আমি চিনি না। আর কী অভিযোগ হয়েছে, তা-ও জানি না।’

Advertisement

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর কাঁকুড়গাছিতে ভোট-পরবর্তী হিংসায় খুন হন অভিজিৎ সরকার। ওই মামলার তদন্ত করছে সিবিআই। সেই তদন্তে নাম জড়িয়েছে পরেশ পাল, স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের। ২ জুলাই সিবিআই দ্বিতীয় চার্জশিট জমা দিয়েছে, যেখানে ওই তৃণমূল নেতানেত্রীদের নাম রয়েছে অভিযুক্তদের তালিকায়। এই মামলা বর্তমানে বিচারাধীন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১ আগস্ট পর্যন্ত নিম্ন আদালতে শুনানি স্থগিত রয়েছে।

Advertisement

এই পরিস্থিতিতে নতুন করে খুনের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। রাজনৈতিক মহল মনে করছে, পুরনো বিতর্কের সূত্র ধরে রাজ্য রাজনীতিতে ফের এক বার উত্তাপ বাড়াতে পারে এই ঘটনা।

Advertisement