কমিকস বইয়ের ভিতরে লুকিয়ে কোকেন পাচার করতে গিয়ে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ধৃত এক যাত্রী। এই ঘটনাকে ঘিরে চক্ষু ছানাবড়া স্থানীয় প্রশাসনের। ওই যাত্রী দোহা থেকে বেঙ্গালুরুতে আসেন। তাঁর কাছ থেকে উদ্ধার হয় সাড়ে চার কেজি কোকেন। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। ওই যাত্রীকে মাদক নিয়ন্ত্রক আইনে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, রহস্যধর্মী গোয়েন্দা কাহিনী বা সিনেমার টানটান উত্তেজনাকে হার মানিয়েছে এই ঘটনা। অতীতে পাচার কাণ্ডে চোরাকারবারিদের অনেক ধরনের উপায় অবলম্বন করতে দেখা গিয়েছে। তাই বলে কমিক্স বইয়ের ভিতরে লুকিয়ে কোকেন পাচারের ঘটনা সত্যিই বিরল। ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তিনি ওই বিপুল পরিমাণ মাদক কোথায় পাচার করার চেষ্টা করছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই পাচার চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।
Advertisement
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ওই যাত্রীর ব্যাগ পরীক্ষা করার সময় নিরাপত্তারক্ষীদের নজরে আসে তার ব্যাগে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে দুটি কমিকস বই রয়েছে। বই দুটি যথেষ্ট মোটা ও ভারী হওয়ায় তাঁদের সন্দেহ হয়। সেগুলি খুলতেই তাজ্জব বনে যান তাঁরা। লক্ষ্য করেন, বইয়ের ভিতরে ছোট ছোট বেশ কয়েকটি কোকেনের প্যাকেট খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এরপরই আর দেরি না করে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর আধিকারিকরা ওই যাত্রীকে আটক করেন।
Advertisement
Advertisement



