কলকাতা ফুটবল লিগের তৃতীয় ম্যাচে এসেও জয়ের মুখ দেখলো না সাদা কালো ব্রিগেড। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে খিদিপুরের বিরুদ্ধে ৩-২ গোলে হেরেই মাঠ ছাড়তে হলো মেহেরাজউদ্দিন ওয়াড়ুর দলকে। খিদিরপুরের হয়ে এদিনের ম্যাচে হ্যাটট্রিক করলেন নওবা মেইতেই। অন্যদিকে, কার্ড সমস্যায় এই ম্যাচে মাঠে নামেননি মহমেডান অধিনায়ক দীনেশ মেইতেই। দীনেশের অভাব এই ম্যাচে বেশ টের পেল তারা। ম্যাচ শুরুর ২৬ মিনিটের মধ্যেই এগিয়ে যায় খিদিরপুর। তাদের হয়ে গোল করেন নওবা মেইতেই।
তবে, খিদিরপুরের সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে মহমেডানকে সমতায় ফেরান সজল বাগ। প্রথমার্ধ ১-১ অবস্থায় শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে ফেরার লড়াই চালাতে থাকে দুই দল। ম্যাচের ৫৮ মিনিটে ফের একবার খিদিরপুরকে এগিয়ে দেন সেই নওবা। ম্যাচের একেবারে শেষদিকে ৮৩ মিনিটে অ্যাডিশন সিং সাদা-কালো শিবিরকে সমতায় ফেরালেও বিশেষ লাভ হয়নি। কারণ এর তিন মিনিট পরেই নিজের ও দলের হয়ে তৃতীয় গোলটি করে যান সেই নওবা মেইতেই । এরপর আর ম্যাচে ফিরতে পারেনি সাদা কালো ব্রিগেড। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।
Advertisement
অন্য আরও একটি ম্যাচে দুরন্ত জয় পেল ভবানীপুর। উয়ারিকে ৩-০ গোলে হারালো তারা। ভবানীপুরের হয়ে এই ম্যাচে জোড়া গোল করলেন বিদ্যাসাগর সিং এবং অন্য গোলটি করেন জোজো। তবে প্রথমার্ধে উয়াড়িকে সামলাতে কিছুটা বেগ পেতে হয় তাদের। এই সময়, মূলত প্রতিপক্ষকে মেপে নিতে চেয়েছিল ভবানীপুর। প্রথমার্ধের খেলা গোলশূন্য ভাবে শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় তারা। তারই ফলস্বরূপ ৩-০ গোলে জয় তুলে নিলেন বিদ্যাসাগর, সামাদ ও রিকিরা।
Advertisement
Advertisement



