গত শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নিজের বাড়িতেই ৪ জন অপ্রাপ্তবয়স্ক ছাত্রের হাতে গণধর্ষণের শিকার হয় নবম শ্রেণীর এক ছাত্রী। অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে মেয়েটির আলাপ ছিল ইন্সটাগ্রামের মাধ্যমে। অন্য ৩ জন মেয়েটির সঙ্গে একই স্কুলে পড়াশুনা করে। পুলিশ ৪ অভিযুক্তকে আটক করেছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে নাবালিকা বাড়িতে একা ছিল। মেয়েটির মা বাজারে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে তিনি দেখেন বাড়ির পাঁচিলের দরজা এবং মূল দরজা দু’টিই খোলা রয়েছে। অবাক হয়ে তাড়াতাড়ি তিনি ঘরের ভিতরে ঢোকেন। ঘরে ঢুকে দেখেন তাঁর নিজের বাড়িতেই মেয়েটিকে যৌন নির্যাতন করছিল ৪ জন ছেলে। মেয়েকে টেনে ঘরের বাইরে বের করে আনেন তিনি এবং বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেন। এরপর তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে ৪ জনকে থানায় নিয়ে যায়।
Advertisement
Advertisement
Advertisement



