• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দলের বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য, সাগরদিঘির তৃণমূলের ব্লক সভাপতিকে শোকজ

ব্লক সভাপতি একুশে জুলাই এর প্রস্তুতি সভার  মঞ্চ থেকে বিধায়কের নাম করে বলেন, 'নির্বাচনের আগে বিধায়ক বাইরন বিশ্বাস বলেছিলেন তৃণমূলকে গিলে নেব।

ফাইল চিত্র

প্রকাশ্য সভা থেকে বিধায়ককে তুলোধোনা করতেই শাস্তির মুখে পড়লেন সাগরদিঘি ব্লকের তৃণমূল সভাপতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নূরে মেহেবুব আলমকে শোকজ করেছে দল। আগামী তিন দিনের মধ্যে তাঁকে জবাবহিদি করতে হবে। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান তাঁকে এই শোকজের নোটিস ধরিয়েছেন।

জানা গিয়েছে, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নূরে মেহবুব আলমের নেতৃত্বে শনিবার সাগরদিঘি ব্লকের দুটি জায়গায় একুশে জুলাই এর প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। এই দুটি সভার মধ্যে একটি সাগরদিঘি ব্লকের অন্তর্গত গোবর্ধন ডাঙ্গা অঞ্চলে আয়োজন করা হয়। সেখানকার সভা থেকে মেহবুব আলম সাগরদিঘি বিধায়ক বাইরন বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন।  সেই বিস্ফোরক ভিডিও সামাজিক মাধ্যমে  ভাইরাল হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ব্লক সভাপতি একুশে জুলাই এর প্রস্তুতি সভার  মঞ্চ থেকে বিধায়কের নাম করে বলেন, ‘নির্বাচনের আগে বিধায়ক বাইরন বিশ্বাস বলেছিলেন তৃণমূলকে গিলে নেব। কিন্তু দেখলাম নিজের ব্যবসা বাঁচাতেই তৃণমূল কংগ্রেসের পায়ে ধরে তৃণমূলে যোগদান করলেন। কথাগুলি আমি বাধ্য হয়েই বলছি। জানি না, কতদিন দলে থাকব? কারণ সাগরদিঘিকে ভাঙড় তৈরি করার চেষ্টা চলছে। এটা সামশেরগঞ্জ নয়। এটা সাগরদিঘি। সাগরদিঘিতে যদি কোনও মায়ের কোল খালি হয়, তাহলে আপনি দায়ী থাকবেন। কারণ প্রত্যেকটি অঞ্চলে তৃণমূলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করছেন। তৃণমূলের পুরনো কর্মীদের প্রত্যাখ্যান করার চেষ্টা করছেন বাইরন বিশ্বাস। আমি শীর্ষনেতৃত্বকেও বিষয়টি জানিয়েছি। একমাত্র সাধারণ মানুষের সামনে ছাড়া আমি কোনও জায়গায় মাথা নত করব না।’

Advertisement

Advertisement