• facebook
  • twitter
Friday, 5 December, 2025

একুশের প্রস্তুতি নিয়ে বিধায়কদের ‘ছোট্ট’ বার্তা দলনেত্রীর

দলের নেতৃত্বকে ডেকে নিয়ে দলের এই বার্ষিক সমাবেশের প্রস্তুতি মনে করিয়ে রেকর্ড ভাঙা ভিড়ের প্রস্তুতি নিতে বলেছেন। এবার বিধায়কদের সেই কথা মনে করিয়ে দিলেন তৃণমূল নেত্রী। 

প্রতিনিধিত্বমূলক চিত্র

সামনেই ২১ জুলাই-এর ‘শহীদ দিবস’ উদযাপন। অনুষ্ঠানের দুই দিন আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতা শহরের বুকে মানুষের ঢল নামবে। প্রতি বছর এই শহীদ দিবসে মানুষের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। সেই বিপুল সংখ্যক মানুষের যাতায়াত থেকে শুরু করে সুরক্ষা এবং অনেকের রাতে থাকার ব্যবস্থা সহ একাধিক দায়িত্ব রয়েছে রাজ্যের শাসকদলের তৃণমূলের নেতা-কর্মীদের উপর। সেই দায়িত্ব কে কীভাবে পালন করবেন, তার সামগ্রিক বিষয় নিয়ে দলের বিধায়কদের ‘টাস্ক’ দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে দলের নেতৃত্বকে ডেকে নিয়ে দলের এই বার্ষিক সমাবেশের প্রস্তুতি মনে করিয়ে রেকর্ড ভাঙা ভিড়ের প্রস্তুতি নিতে বলেছেন। এবার বিধায়কদের সেই কথা মনে করিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

Advertisement

মঙ্গলবার বিধানসভার বাদল অধিবেশন শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধিবেশনের শেষ দিনেই মন্ত্রী-বিধায়কদের সঙ্গে আলাদা করে দেখা করেন। সকলের কাছে আলাদা করে প্রত্যেক এলাকার খোঁজখবর নেন। কোথাও কোনও ব্লকে, কোথাও কোনও সমস্যা আছে কি না, তার খবর নেন। এরই ফাঁকে মমতার ছোট্ট বার্তা, ‘২১ জুলাই সামনে। সকলে খেয়াল রেখো যেন কর্মীরা সকলে সভায় ঠিকমতো আসতে পারেন। ঠিক করে প্রস্তুতি নিতে হবে। এই সমাবেশ ভালো করে করতে হবে।’

Advertisement

প্রসঙ্গত বাংলা ভাষায় কথা বলার অপরাধে রাজস্থানে দু’দিন আগেই পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার ঘটনা ঘটেছিল। তৎক্ষণাৎ খবর নিয়ে তাঁদের উদ্ধারের ব্যবস্থা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের সামনে তা নিয়ে সরবও হন। পরে বিধায়কদের কাছেও বিষয়টি তুলে ধরে তাঁর  স্পর্শকাতরতা বোঝান। তার সঙ্গেই ২১ জুলাই নিয়ে বিধায়কদের দিয়েছেন এই ‘ছোট্ট’ বার্তা।

Advertisement