• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সমাজমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, গ্রেপ্তার যুবক

সমাজমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করে চরম বিপাকে পড়ল যুবক। শনিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সমাজমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করে চরম বিপাকে পড়লেন যুবক। শনিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম রাজিবুল শেখ (৩২), বাড়ি ডোমকলের মুরারিপুর তালতলাপাড়া এলাকায়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজিবুল বেশ কিছুদিন ধরেই নিজের হোয়াটস অ্যাপ স্ট্যাটাস ও বন্ধুদের সঙ্গে তৈরি একটি গ্রুপে আগ্নেয়াস্ত্র হাতে বিভিন্ন ভঙ্গিমায় তোলা ছবি পোস্ট করছিলেন। সেই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ডোমকল থানার পুলিশের নজরে আসে। সম্প্রতি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় অশান্তির জেরে সোশাল মিডিয়ার ওপর বিশেষ নজরদারি চালাচ্ছিল পুলিশ। সেই নজরদারিতেই এই ছবি ধরা পড়ে।

Advertisement

শনিবার রাতেই রাজিবুলের বাড়িতে হানা দেয় পুলিশ। প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁর ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি অত্যাধুনিক দেশীয় বন্দুক ও দু’টি গুলি। আগ্নেয়াস্ত্র বেআইনিভাবে বাড়িতে মজুত রাখা এবং তা সামাজিক মাধ্যমে প্রদর্শনের অভিযোগে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ডোমকল থানার পুলিশ। রাজিবুল আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে পেলেন এবং এর পিছনে কোনও চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

Advertisement