স্বচ্ছ ভারত মিশন-এর উদ্দেশ্যকে সামনে রেখে পূর্ব রেলের মালদা বিভাগ নিয়মিতভাবে অধীনস্থ স্টেশন ও ট্রেনগুলিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কর্মসূচির আয়োজন করে। রেল যাত্রীদের জন্য পরিচ্ছন্ন, সুরক্ষিত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এই বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মণীশ কুমার গুপ্তর নেতৃত্বে সফলতার সঙ্গে এই কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে।
সূত্রের খবর, এই অভিযানের অংশ হিসেবে, ডিভিশনাল সিকিউরিটি কমিশনার এ কে কুল্লু-র তত্ত্বাবধানে মালদা বিভাগের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) পরিচ্ছন্নতার নিয়মভঙ্গের বিরুদ্ধে কড়া নজরদারি শুরু করেছে। প্ল্যাটফর্ম বা ট্রেনের ভিতরে থুতু ফেলা, ময়লা ফেলা বা ধূমপান করার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত মাসে এই অভিযানের অংশ হিসেবে মোট ৯০৪ জন যাত্রীকে নিয়মভঙ্গের জন্য আটক করা হয়েছে ও তাঁদের থেকে জরিমানা নেওয়া হয়েছে।
Advertisement
এর মধ্যে ৭৭০ জন যাত্রীকে ময়লা ফেলার অপরাধে এবং ১৩৪ জনকে রেল চত্বরে ধূমপান করার অপরাধে চিহ্নিত করা হয়েছে। তাঁদের প্রত্যেকের থেকে জরিমানা সংগ্রহ করা হয়েছে। মালদা বিভাগ সমস্ত যাত্রীদের কাছে স্টেশন ও ট্রেন চত্বরে ময়লা ফেলা ও ধূমপান করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছে।
Advertisement
Advertisement



