শেখ হাসিনার আমলে বাংলাদেশের নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে বলেই মনে করে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গত ৫ আগস্ট হাসিনা দেশত্যাগের পর নতুন সরকার ক্ষমতায় এসেছে তাও প্রায় ১ বছর হতে চলেছে। নানা তালবাহানার পর প্রধান উপদেষ্টা ইউনূস জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কোনও বেনিয়ম হয়ে না বলেই জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেও মত প্রকাশ করেছেন তিনি।
শনিবার খুলনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এর আগে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে হাসিনা সরকার সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি বলে অভিযোগ জানিয়েছিল বিএনপি-সহ একাধিক দল। অন্তর্বর্তী সরকার এ নিয়ে একটি কমিটি করার পরিকল্পনা করেছে। বাংলাদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বাধীন ওই কমিটি গত নির্বাচনগুলির অনিয়ম নিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে।
Advertisement
প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এরকম বিশ্বাসযোগ্য নির্বাচন আগে হয়নি। তিনি মনে করছেন, আগামী এপ্রিলের নির্বাচনে বাংলাদেশের জনগণ অবাধে ভোট দিতে পারবে। পাশাপাশি মানুষ উৎসবের আমেজে ভোট দেবেন বলেও জানিয়েছেন শফিকুল আলম।
Advertisement
গত বছর জুলাই মাসে জুলাই বিপ্লবের জেরে আওয়ামী লীগ সরকারের পতন হয়। চাপের মুখে ঢাকা ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোন রেহানাকে সঙ্গে নিয়ে তিনি ভারতে আশ্রয় নেন। বর্তমানে বাংলাদেশ শাসন করছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
Advertisement



