আবারো পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের দুটি সমবায় সমিতির নির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। জয়ী হবার পর ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তৃণমূল শিবিরে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এখানকার দুটি সমবায়ের মধ্যে একটি হল বটুকেশ্বর দত্ত উন্নয়ন সমিতি এবং অন্যটি হল খেজুরহাটির সমবায় সমিতি। দুটি সমবায়ে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। কিন্তু বিরোধী কোনও দলের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতিতে কোন মনোনয়ন দাখিল হয়নি।
ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। এ ব্যাপারে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম বলেন, এর আগেও ব্লকের বেশ কয়েকটি সমবায়ে বিরোধী শূন্য সমবায় দখল হয়েছে তৃনমূলের। তিনি এই জয়কে বিপুল জনসমর্থন বলে দাবি করেছেন। সাংগাঠনিকভাবে অন্য কোনও দলের এখানে গ্রহণযোগ্যতা নেই বলে জয় আসছে তৃণমূল শিবিরে। এমনটাই দাবি নেতৃত্বের।
Advertisement
Advertisement
Advertisement



